20 July 2019

ইসকন কতৃক মুসলমানদের শ্রী কৃষ্ণ বলানো ও প্রিয়া সাহার সমসাময়িক কর্মকাণ্ড যে বার্তা দিচ্ছে


নয়ন চ্যাটার্জি॥ ধরে নিলাম- ইসকনের ঘটনাটা ইচ্ছা করেই ঘটানো হয়েছে। নিজেরা ভিডিও করে নিজেদের ফেসবুক পেইজে আপলোড দিয়েছে পরিস্থিতি উপ্তত্ত করার জন্য।

ধরে নিলাম- সেই গরম পরিস্থিতির মধ্যে প্রিয়া সাহা ট্রাম্পের কাছে নালিশ দিলো। তার নালিশ শুনে ট্র্যাম্প হেলিকপ্টারে করে সৈণ্য পাঠানোর হুমকি দিলো।

প্রশ্ন আসছে-
ক) এসব ঘটনার পেছনে কে ?
খ) পেছনের উদ্দেশ্য কি ?
গ) পেছনের লোকগুলো কি ভয় দেখাচ্ছে ?
ঘ) প্রিয়া সাহা বা ইসকনকে অন্যান্য হিন্দুরা খারাপ বলছে না, বরং সমর্থন দিচ্ছে, কারণ কি ?
ঙ) এরপর কি হতে পারে।

প্রশ্নের উত্তর গুলো হতে পারে (আবার পড়ুন- হতে পারে’, হবেই এমন নয়)

উত্তর-ক) এসব ঘটনার পেছনে আমেরিকা।

উত্তর-খ) পেছনের উদ্দেশ্য আওয়ামীলীগ চীনের দিকে ঝুকছে, মার্কিন ক্ষমতাসীন রিপাবলিকান ব্লক (মোদিও আছে) চাইছে শেখ হাসিনা চীনের দিকে না গিয়ে, চীনের প্রজেক্টে বেশি না ঝুকে রিপাবলিকান ব্লকের (মোদিও আছে) দিকে বেশি ঝুকে যাক। সেটা করাতেই বাংলাদেশী হিন্দুদেরকে হাত করে তারা (ট্র্যাম্প+মোদি) হাসিনা সরকারকে হুমকি দিচ্ছে।

উত্তর-গ) বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এ্ই ধুয়া তুলে ট্র্যাম্প+মোদি বাংলাদেশে হস্তক্ষেপ করতে চায়। কিন্তু সেই আশা খুব বেশি দম পাবে না ততক্ষণ, যতক্ষণ কোন ইনসিডেন্ট না ঘটে। ইনসিডেন্ট ঘটলেও ট্র্যাম্প+মোদি কোন কিছু করতে পারবে না, যদি না বাংলাদেশী হিন্দুদের একটি নিজস্ব বিদ্রোহী অবস্থা না থাকে। অর্থাৎ তারা যদি নিজেরা নূন্যতম অবস্থান গড়তে পারে, তখনই সাহায্যে আমেরিকা বা ভারত কিছু করতে এগোতে পারবে।

উত্তর-ঘ) তাদের বোঝানো হয়েছে, এখন তো হাঁস থেকে প্রতিদিন একটা করে সোনার ডিম পাও, কিন্তু হাঁসটার যদি পেট কেটে ফেলো তবে পেটের ভেতর থেকে সব সোনা একবারে লাভ করতে পারবে। মানে- এখন বাংলাদেশে থেকে অনেক সুযোগ সুবিধা পাচ্ছো, তবে তোমরা যদি একটি পৃথক রাষ্ট্র পাও, তবে সেখানে সেখানে তোমরাই হবে রাজা। তবে সে এলাকাটা যেন সম্পদশালী ও ভূরাজনৈতিক গুরুত্বপূর্ণ কোন এলাকা হয়, সেটা ঠিক রাখতে হবে।

উত্তর-ঙ) বঙ্গপোসাগরে চীনের প্রজেক্ট হুমকির মুখে ফেলতে যেমন আরাকানকে অস্থিতিশীল করা হয়েছে, ঠিক তেমনি চট্টগ্রামেও অস্থিতিশীল করার প্ল্যান থাকতে পারে। ফেনী নদী থেকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগকে আলাদা করে ভবিষ্যতে পূর্ তীমুর, দক্ষিণ সুদান বা তীব্বতের মত করা। এক্ষেত্রে লোভ দেখানো হয়েছে সব সংখ্যালঘু জাতিদেরকে (হিন্দু+উপজাতি+বৌদ্ধ)। তাই তারা সম্মিলিতভাবে দাঙ্গা ঘটাতে পারে। (এ সস্পর্কে ২০১৭ সালে আমার দুটি লেখা আছে, পড়তে পারেন- https://bit.ly/2XSHY9V, https://bit.ly/32wGEbc

এজন্য তাদের মোটামুটি অস্ত্র মজুদ করা আছে, মন্দিরগুলোতে অস্ত্রের ট্রেনিং দেয়া আছে এবং পরবর্তীতে অস্ত্র লাগলে ইসরাইল থেকে শিপন কুমার বসু গং অস্ত্র সার্ভিস দিবে বলে আশ্বাসও দেয়া আছে। এগুলো সবই আমেরিকার পিভট টু এশিয়া ও আমেরিকার লুক ইস্ট পলিসির অংশবিশেষ। কিছুদিন আগে ট্র্যাম্প এ অঞ্চলে কার্যক্রম চালানোর জন্য ৩ কোটি ডলার চেয়েছিলো। (https://bit.ly/2WO9TlS)।

সোজা ভাষায় আমেরিকা চাইছে এ অঞ্চলে অশাস্তি বাড়ুক। সে কিছুদিন আগে আওয়ামী সরকারকে টোপ দিয়েছিলো আরকানকে নিজের ভূমি বানানোর আহবান করে। কারণ সেটা হলে এ এলাকায় অস্থিতিশীলতা বাড়বে, আর অস্থিতিশীল এলাকায় ঢোকা সোজা। কিন্তু আওয়ামী সরকার সে ফাদে পা না দেয়ায় এবার সে হিন্দুদের কাধে ভর করে আসতে চাইছে।

আরো খবর পড়তে পারেন:

১) হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের উপদেষ্টা শিতাংসু গুহ হোয়াইট হাউসের সামনে ট্রাম্পের প্রতি আহবান জানাচ্ছে তাদের সাহায্য করতে- https://bit.ly/32Eodla

২) বাংলাদেশের হিন্দু নেতা সাগরেদদের হাতে অস্ত্র তুলে দিয়ে বলছে অসুরমারতে- https://bit.ly/2JGFoe7

৩) ঢাকাস্থ রমনা কালী মন্দিরের ভেতরে চলছে প্রশিক্ষণ
https://bit.ly/2y0thC1

৪) সংখ্যালঘু রক্ষায় মোদির হস্তক্ষেপ চায় রানা দাশগুপ্ত ও পিযুষ
https://bit.ly/2M5OliP

৫) বাংলাদেশে গরু জবাই বন্ধের দাবি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের- https://youtu.be/Ld1fZV_jYXM

৬) দেশের সমস্ত মাদ্রাসা বন্ধের দাবি জানিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ-https://youtu.be/lVXg9ZXJ2-M


শেয়ার করুন

0 facebook: