![]() |
স্টাফ
রিপোর্টার।। সমকামীদের অধিকার বিষয়ক ম্যাগাজিন রূপবানের সম্পাদক জুলহাজ মান্নান ও তার
বন্ধু মাহবুব তনয়কে হত্যার
মামলায় আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে তদন্ত সংস্থা
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
বৃহস্পতিবার
(২৫ জুলাই) ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম
চার্জশিট জমা দিলেও রোববার ২৮ জুলাই বিষয়টি নিশ্চিত করেন আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ
নিবন্ধ কর্মকর্তা (উপ-পরিদর্শক) শরীফ সাফায়েত।
তিনি
বলেন, বৃহস্পতিবার
আদালতে মামলার তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল করেছেন এবং আগামী ২৯ আগস্ট তা আদালতে
উপস্থাপন করা হবে।
অভিযোগপত্রে
যে আট জনকে আসামি করা হয়েছে তারা হলেন- মোজাম্মেল
হুসাইন ওরফে সায়মন (২৫),
আরাফাত রহমান (২৪), শেখ আব্দুল্লাহ (২৭), আসাদুল্লাহ
(২৫), মেজর
(বহিষ্কৃত) সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া (৪২), আকরাম
হোসেন, সাব্বিরুল
হক চৌধুরী (২৬), ও
জুনাইদ আহমদ ওরফে মাওলানা জুনেদ আহম্মেদ ওরফে জুনায়েদ (২৬)। অভিযুক্ত আসামিদের মধ্যে চার জন এখনও পলাতক
রয়েছে।
সিটিটিসি
সূত্র জানায়, ২০১৬
সালের ২৫ এপ্রিল ৩৫ নম্বর উত্তর ধানমন্ডির নিজ বাসায় খুন হন জুলহাজ মান্নান ও তার বন্ধু
মাহবুব তনয়। এ ঘটনায় কলাবাগান থানায় হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়।
প্রথমে থানা পুলিশ ও পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করে। ২০১৭ সালের
১৫ নভেম্বর মামলাটির তদন্ত ভার স্থানান্তর করা হয় সিটিটিসির কাছে।
সিটিটিসির
কর্মকর্তারা জানান, তারা
তদন্ত ভার পাওয়ার পর ঘটনার সঙ্গে জড়িত চার জন আসামিকে গ্রেপ্তার করেন। আসামিদের জিজ্ঞাসাবাদ
এবং অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জানা যায়, এই হত্যার সঙ্গে জড়িত কথিত আসামিরা
নিষিদ্ধ ঘোষিত ধর্মীয়
সংগঠন আনসার আল ইসলামের বিভিন্ন পর্যায়ের সক্রিয় সদস্য। সংগঠনের
নেতা সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়ার নির্দেশে
সংগঠনের সামরিক শাখার সদস্যরা এই হত্যা মিশনে অংশ নেয়।
কর্মকর্তারা
জানান, চার্জশিটভুক্ত
আসামিদের মধ্যে মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন আনসার আল ইসলামের মিডিয়া শাখার প্রধান
ও ইন্টেলিজেন্স সদস্য। তার বাবার নাম আবু মোহাম্মদ হুসাইন, গ্রামের
বাড়ি ময়মনসিংহে। আরাফাত রহমান ছিল আনসার আল ইসলামের সামরিক শাখার সদস্য। তার বাবার
নাম মোমিনুল হক, গ্রামের
বাড়ি নীলফামারী। শেখ আব্দুল্লাহ ছিল ওই সংগঠনের ইন্টেলিজেন্স শাখার প্রধান। তার বাবার
নাম ইরফান। গ্রামের বাড়ি চট্টগ্রামে।
এছাড়া
অভিযুক্ত অন্য আসামি আসাদুল্লাহ সামরিক শাখার সদস্য। তার বাবার নাম এমদাদুল হক। গ্রামের
বাড়ি ঝিনাইদহে।
এদের
প্রত্যেকেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সিটিটিসি
সূত্র জানায়, চার্জশিটে
চার জন আসামিকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা হলেন- সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে
মেজর জিয়া (বহিষ্কৃত), আকরাম
হোসেন, সাব্বিরুল
হক চৌধুরী ও মুহম্মদ আরও
পাঁচ জনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলেও পূর্ণাঙ্গ নাম-ঠিকানা না পাওয়ায় তাদের চার্জশিটভুক্ত
করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে তাদের শনাক্ত বা গ্রেপ্তার করা গেলে সম্পূরক অভিযোগপত্র
দাখিল করা হবে বলে জানানো হয়।
আদালতে
অভিযোগপত্র দাখিলের পাশাপাশি তা অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে
বলে জানিয়েছেন সিটিটিসির একজন কর্মকর্তা।
0 facebook: