![]() |
মুফতি মুহম্মদ মাসুম বিল্লাহ।। সম্প্রতি ভারতে ইসলাম ধর্মের মূল্যবোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি সিনেমার ট্রেইলার মুক্তি পেয়েছে (http://bit.ly/2Oo7S0V)। সিনেমার নাম ‘আয়েশা’। পরিচালক একজন শিয়া ধর্মাবলম্বী। নাম ওয়াসিম রিজভি। সিনেমাটি মুমিনগণ উনাদের মাতা মহাসম্মানিতা উম্মুল মু’মিনীন হজরত আয়েশা সিদ্দীকা আলাইহাস সালাম উনাকে নিয়ে, যেখানে উনার চরিত্রে অভিনয় করবে এক মুশরিক মেয়ে, নাউযুবিল্লাহ। তাছাড়া পবিত্র দ্বীন ইসলামে সকল সম্মানিত ব্যক্তিত্ব মুবারক উনাদের ছবি আঁকা, ভিডিও করা কঠোর ভাবে নিষিদ্ধ। সেখানে সিনেমা নির্মাণের তো প্রশ্নই আসে না।
১০০ জন ইহুদীর টাকায় তৈরি হয়েছিল মুসলিম বিদ্বেষী সিনেমা “ইনোসেন্স অফ মুসলিম”। এর বিরুদ্ধে সমস্ত মুসলিম জাতি একত্রিত হয়েছিল। প্রচণ্ড বিক্ষোভে ফেটে পড়েছিল সারা বিশ্ব। পরে সেই সিনেমার পরিচালক ভয় পেয়ে পালিয়ে যায়।
মধ্যযুগে মুসলমানদের উন্নতি দেখে বাইজেন্টাইন সাম্রাজ্য বুঝতে পেরেছিল যে মুসলমানগণ উনাদের সম্মানিত ব্যক্তিত্ব মুবারকদের ছবি বা প্রতিকৃতি তৈরি করে না। মসজিদে কোন মানুষের ছবি নেই। এটা দেখে তারা অনুপ্রাণিত হয়ে গির্জাগুলো থেকে ছবি সরিয়ে ফেলা শুরু করেছিল। এর স্বপক্ষে তারা তাদের ধর্মগ্রন্থ থেকেও উদ্ধৃতি দিয়েছিল। এই ছবি বিহীন মসজিদ ও মুসলিম সাম্রাজ্য শাসন করেছে হাজার বছরের উপর।
এখন আবার সময় এসেছে একত্রিত হবার। এই সিনেমার ট্রেইলার নিষিদ্ধ করতে হবে। শিয়ারা বহুদিন থেকে উম্মুল মু’মিনীন হজরত সিদ্দীকা আলাইহাস সালাম উনার নামে মিথ্যা রটনা করে আসছে। অথচ মহান আল্লাহ পাক স্বয়ং উম্মুল মু’মিনীন হজরত সিদ্দীকা আলাইহাস সালাম উনার পবিত্রতা ঘোষণা করে কুরআন শরীফের আয়াত শরীফ নাযিল করেছেন।
একথা ভুলে গেলে চলবে না যে, স্বয়ং আল্লাহ পাক উম্মুল মু’মিনীন হজরত সিদ্দীকা আলাইহাস সালাম উনাকে পছন্দ করেছেন। হজরত জিবরীল আমিন আলাইহিস সালাম সেই সুসংবাদ নিয়ে এসেছিলেন হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে। যেখানে স্বয়ং আল্লাহ পাক উনাকে পছন্দ করেছেন, সেখানে কি করে মুনাফিকরা উনার বিরুদ্ধে কুৎসা রটনা করার স্পর্ধা দেখায়?
অবমানকারী যেই হোক, সে সুন্নী হোক, শিয়া হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, সে যেই হোক না কেন, তার এই অন্যায়কে কোনভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। বরদাস্ত করা যাবে না। এদেরকে শাস্তির আওতায় আনতে হবে।
ভারতের সন্ত্রাসী আরএসএস এই ওয়াসিম রিজভির মাধ্যমে সুন্নী-শিয়া দ্বন্দ্ব লাগাতে চাচ্ছে। এটা করতে দেওয়া যাবে না।
ভারত যদি মনে করে ইরান এতে পাশে দাঁড়াবে, সেটা হবে বড় ভুল। এর কারণ হল, ইরানের অর্থনৈতিক অবস্থা এখন খুবই খারাপ। সেই সাথে ইরান সরকার এখন তার দেশে সুন্নীদের সমর্থন চাইছে। সাধারণ জনগণ সরকারের উপর মহা ক্ষিপ্ত। সুন্নীদের সমর্থন আদায়ের জন্য ইরান কিছু কিছু কাজও ইতিমধ্যে করেছে। আর যুদ্ধের কথা বিবেচনা করলে ইরান পাকিস্তানকে পাশে চাইবে। পাকিস্তান ইতিমধ্যেই প্রমাণ করেছে যে তারা যুদ্ধ ক্ষেত্রে ভারতের চেয়ে এগিয়ে। এছাড়াও সম্প্রতি ট্রাম্পের সাথে ইমরান খানের সাক্ষাত, আমেরিকা ও ইরান বিষয়ক মধ্যস্থতায় ইমরান খানের প্রস্তাব এবং কাশ্মীর বিষয়ক ইস্যু অনেক কিছু ইঙ্গিত করে।
এই কঠিন সময়ে ভারতে সমস্ত মুসলমানদেরকে এক হতে হবে। এই একতার জন্য ইন্টারনেট থেকে এই সিনেমার সকল কিছু সরিয়ে ফেলতে হবে। যে এই সিনেমা তৈরি করছে তাকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। বৃহৎ স্বার্থের জন্য শিয়াদেরকে এগিয়ে আসতে হবে। তাদেরকে সমস্ত মুসলিম উম্মাহর কথা চিন্তা করতে হবে।
সকল দেশের ভারতীয় দূতাবাসে প্রতিবাদ লিপি পেশ করতে হবে। তাদেরকে এই অন্যায়ের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিতে হবে।
আপনারা ভারতীয় দূতাবাসে ফোন করুন, প্রতিবাদ করুন। মেইল করে তাদেরকে বলুন এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। দেশে বিদেশে সকলকে জানিয়ে দিন। সকল দেশ থেকে প্রতিবাদ আসুক। তাদের মুসলিম নির্যাতন বন্ধ হোক। তাদের হীন চক্রান্ত নস্যাত হোক।
নিচে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের তথ্যঃ
ওয়েবসাইটঃ http://bit.ly/2MnoqDA
টেলিফোন ও ফ্যাক্স ফ্যাক্স: +৮৮০-২-৫৫০৬৭৩৬১
কর্মদিবস রবিবার থেকে বৃহস্পতিবার
কর্মঘন্টা সকাল ০৯:০০ টা থেকে বিকাল ০৫:৩০টা পর্যন্ত
হাই কমিশনার
রীভা গাঙ্গুলি দাশ
+৮৮০-২-৫৫০৬৭৩১০
hc.dhaka@mea.gov.in
.
হাই কমিশনারের কার্যালয়
+৮৮০-২-৫৫০৬৭৩১০
hcoffice.dhaka@mea.gov.in
.
ডেপুটি হাই কমিশনার
বিশ্বদীপ দে
+৮৮০-২-৫৫০৬৭৩১২
dhc.dhaka@mea.gov.in
.
মিনিস্টার (কনস্যুলার ও শিক্ষা)
ড. নিতীশ বিরদী
+৮৮০-২-৫৫০৬৭৩৫৪
mincons.dhaka@mea.gov.in
.
প্রতিরক্ষা উপদেষ্টা
ব্রিগেডিয়ার জগদীপ সিং চীমা
+৮৮০-২-৫৫০৬৭৩২০
da.dhaka@mea.gov.in
+৮৮০-২-৫৫০৬৭৩১৬
pol2.dhaka@mea.gov.in
.
প্রথম সচিব (রাজনৈতিক-১)
নবনীতা চক্রবর্তী
+৮৮০-২-৫৫০৬৭৩১৫
pol1.dhaka@mea.gov.in
.
প্রথম সচিব (অর্থনৈতিক)
গৌরব গান্ধী
+৮৮০-২-৫৫০৬৭৩২৭
eco.dhaka@mea.gov.in
.
প্রথম সচিব (রাজনৈতিক- ৩)
লাবণ্য কুমার
+৮৮০-২-৫৫০৬৭৩৩২
pol3.dhaka@mea.gov.in
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্মীয় বিদ্বেষ
মতামত
0 facebook: