03 August 2019

পর্যটন করপোরেশনের নতুন চেয়ারম্যান হিন্দু ধর্মাবলম্বী রাম চন্দ্র দাস

ছবিঃ গান পরিবেশন করছেন রাম চন্দ্র দাস
স্টাফ রিপোর্টার।। বাংলাদেশ পর্যটন করপোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত সচিব হিন্দু ধর্মাবলম্বী রাম চন্দ্র দাস গত মঙ্গলবার কর্মস্থলে যোগদান করেছেন।

বাংলাদেশ পর্যটন করপোরেশনে যোগদানের আগে তিনি বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি শরীয়তপুরের জেলা প্রশাসক ছিলেন।

আখতারুজ্জামান খান কবিরের স্থলাভিসিক্ত হবেন রাম চন্দ্র দাস। গত ১১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছিল। তাকে পরিকল্পনা কমিশনে অতিরিক্ত সচিব করা হয়েছে।

রাম চন্দ্র দাস ১৯৯১ সালে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি বিসিএস ৯ম ব্যাচের কর্মকর্তা।

রাম চন্দ্র দাস পড়াশোন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানে। রাজবাড়ী জেলায় জন্ম নেওয়া এই কর্মকর্তা পেশাগত জীবনে জন প্রশাসন মন্ত্রণালয়, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ে কাজ করেছেন। এছাড়া ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর ও নড়াইল জেলার কালিয়র উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন। এর বাইরেও মাঠ প্রশাসনে তিনি যশোরম বাগেরহাট, ঝিনাইদহ, চুয়াডাংগাতে কাজ করেছেন।


শেয়ার করুন

0 facebook: