05 August 2019

ওহিওতে বারে হামলার সময় খ্রিষ্টান জঙ্গির বোনও নিহত

কন্নর বেটস
আন্তর্জাতিক ডেস্ক।। যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ডেটন এলাকায় বারে ঢুকতে না পেরে কন্নর বেটস (২৪) নামে এক খ্রিষ্টান জঙ্গির এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই ৯ জন প্রাণ হারা

নিহতদের মধ্যে তার ছোট বোন মেগান বেটসও (২২) ছিল। এ সময় আরও আহত হয়েছেন কমপক্ষে ২৭ জন। খবর বিবিসির।

মাত্র ৩০ সেকেন্ডের তাণ্ডবে ওই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টার দিকে এ বন্দুক হামলার ঘটনা ঘটে।

ডেটনের পুলিশপ্রধান রিচার্ড বেইহল বলেন, এটি একটি ভয়াবহ ও সর্বনাশা ঘটনা। তবে খ্রিষ্টান জঙ্গি আসলে কী উদ্দেশে ওই হত্যাযজ্ঞ চালিয়েছে, এ সম্পর্কে পুলিশ এখনও কিছু জানতে পারেনি।

যে রাইফেলটি দিয়ে হামলাকারী গুলি চালায় তা টেক্সাস থেকে অনলাইনে কেনা। উল্লেখ্য, একই দিন সকালে টেক্সাসে আরেক শ্বেতাঙ্গ খ্রিষ্টান জঙ্গির এলোপাতাড়ি গুলিতে ২২ জন নিহত এবং আরও ২২ জন আহত হন।


শেয়ার করুন

0 facebook: