15 August 2019

৭০ দিনে (ইসলামের বিরুদ্ধে) ৭০ বছরের কাজ করেছি, দাবি মোদির

দিল্লির লালকেল্লায় ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক।। গত ৭০ বছর ধরে ইসলামের বিরুদ্ধে যেসব কাজ করতে পারেনি তা নিজ সরকারের ৭০ দিনের মধ্যে হয়েছে বলে দাবি করেছে ভারতের উগ্র হিন্দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সরকার ৭০ দিনে ৭০ বছরের কাজ করেছে বলে দাবি করেছে সে। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার সকালে দিল্লির লালকেল্লায় ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসের ভাষণে এ কথা বলে নরেন্দ্র মোদি। মোদি বলে, নতুন সরকার ক্ষমতায় আসার পর আমরা সরকারি প্রক্রিয়াকে আরও মজবুত করি, যাতে আমরা (হিন্দুত্ববাদী) জাতি হিসেবে দ্রুত এগিয়ে যেতে পারি।

সে বলেছে, জনগণের(মূলত হিন্দু ধর্মাবলম্বীর) আকাঙ্ক্ষা পূরণ করতে ক্ষমতা গ্রহণের ১০ সপ্তাহের মধ্যে আমরা কয়েকটি বড় সিদ্ধান্ত নিয়েছি। (মূলত কাশ্মীরের মুসলমানদের অধিকার হরন করে) ৩৭০ ধারা ও ৩৫এ ধারা বাতিল এবং মুসলিমদের খুবই গুরুত্বপূর্ণ তিন তালাক নিষিদ্ধ করা আমাদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সর্দার বল্লভভাই প্যাটেলের দেখা স্বপ্ন আমরা পূরণ করেছি।

কাশ্মীর ইস্যুতে বিগত সরকারের সমালোচনা করে মোদি বলে, বিগত সময়ে ক্ষমতাসীনরা কাশ্মীরকে দখলের পদক্ষেপ নিয়েছে ঠিকিই; কিন্তু তাদের চেষ্টা ফলপ্রসূ হয়নি। জম্মু-কাশ্মীর ও লাদাখে থাকা মানুষের জীবনের উন্নতি দেশবাসী হিসেবে আমাদের সম্মিলিত দায়িত্ব।

৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে নেতৃত্ব দেয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ৭টা ৩০ মিনিটে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশে প্রথাগত বক্তব্য রাখে সে।


শেয়ার করুন

0 facebook: