16 August 2019

ট্রাম্পের নতুন নাটক, এবার কিনতে চায় গ্রিনল্যান্ড


আন্তর্জাতিক ডেস্ক।। গ্রিনল্যান্ড দ্বীপ নিয়ে ইদানীং বেশ কৌতূহলী হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয় দ্বীপটিকে কিনতেও আগ্রহ প্রকাশ করেছে সে

ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা জানিয়েছে, দ্বীপটি কেনা সম্ভব কি না, সে বিষয়ে অনেকের সঙ্গে আলাপও করেছে ট্রাম্প। বিষয়টি তলিয়ে দেখতে হোয়াইট হাউসের আইনজীবীদের নির্দেশও দিয়েছে ট্রাম্প।

গত কয়েক মাসে বিভিন্ন অতিথি ও উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় দ্বীপটি কেনা সম্ভব কি না, তা নিয়ে মতবিনিময় করেছে ট্রাম্প।

এদিকে খবরটি প্রকাশিত হওয়ার পর ট্রাম্পকে নিয়ে ফের হাসিঠাট্টায় মেতেছে আমেরিকার নেটিজেনরা। তারা প্রশ্ন তুলেছে, স্বায়ত্তশাসিত একটি দেশ কীভাবে কেনার ইচ্ছা ব্যক্ত করে ট্রাম্প, এবার সে প্রশ্ন তুলেছে তারা।

এ বিষয়ে নিউইয়র্ক পত্রিকা ট্রাম্পের এই আগ্রহকে শিশুসুলভ বলে অভিহিত করেছে। পত্রিকাটি লিখেছে, দ্বীপটি ডেনমার্ক নামক একটি দেশের অন্তর্গত তা কি ট্রাম্প জানে ? হয়ত না। তাছাড়া ডেনমার্ক গ্রিনল্যান্ড বিক্রিতে আগ্রহী, এমন কথাও শোনা যায়নি।

বিষয়টি নিয়ে স্যাটায়ারে মেতেছে এমএসএনবিসির জনপ্রিয় উপস্থাপক রেইচেল ম্যাডো। অনেকটা টিপ্পনি কেটে সে বলেছে, ট্রাম্প নির্ঘাত দ্বীপটিতে একটি গলফ কোর্স বানানোর পরিকল্পনা করছে।

পৃথিবীর উত্তরভাগের প্রায় সাড়ে আট লাখ বর্গমাইলের তুষারাবৃত্ত দ্বীপটি কিনতে যে বিষয়টি ট্রাম্পকে উৎসাহিত করেছে তা হলো, দ্বীপটি প্রায় জনশূন্য, কিন্তু বিভিন্ন খনিজ পদার্থে অত্যন্ত সমৃদ্ধ দ্বীপটি। তাই এটি কেনার ব্যাপারে তাকে উৎসাহ দিয়েছে কেউ কেউ। এমনটাই জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রসঙ্গত, উত্তর আটলান্টিক ও উত্তর মহাসাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত স্বায়ত্তশাসিত গ্রিনল্যান্ড দ্বীপ। এই দ্বীপের বেশির ভাগই বরফে আচ্ছাদিত।


শেয়ার করুন

0 facebook: