![]() |
ফাইল ফটো |
আন্তর্জাতিক ডেস্ক।। ভারতের রাজস্থানে সাম্প্রদায়িক সংঘর্ষের জেরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। রোববার রাজ্যের মাধোপুর জেলার গঙ্গাপুর শহরে উগ্রহিন্দুত্ববাদীদের সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি থেকে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
মাধোপুরের মুসলমানদের থেকে জানা যায়, বিশ্ব হিন্দু সভার প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিটি স্থানীয় জামে মসজিদের কাছে পৌঁছাতেই তাদের স্লোগান বেড়ে যায়, তারা মুসলিম বিদ্বেষী স্লোগান দিতে শুরু করে, তখন নামাজ পড়তে আসা মুসল্লিরা পাল্টা স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে র্যালিতে বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে এবং উপস্থিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।
ইতিমধ্যে কারুলি ও ভারতপুর থেকে ২৫ জনকে আটক করা হয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্মীয় বিদ্বেষ
0 facebook: