পানি সিমান্তে টহলরত বিজিবি। ফাইল ফটো |
স্টাফ রিপোর্টার।। নাফ নদীতে বাংলাদেশের জলসীমায় প্রেবেশ কারী সন্দেহভাজন স্পিডবোটসহ মিয়ানমারের ৪ বৌদ্ধ সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার।
সোমবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে বাংলাদেশের জলসীমায় প্রেবেশ করায় সন্দেহজনকভাবে তাদের আটক করা হয়। আটকরা হল লি উইন কো ম্যায়েং (৩০), ইয়ানাং তুন (৩১), প্যায়াং গি (২৫) ও ক্য ক্য (২৮)।
মেজর শরীফুল বলেন, রোববার রাতে টেকনাফ সদরের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীর তীরে কয়েকজন লোককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে বিজিবির সদস্যরা থামতে বলেন। কিন্তু তারা দৌড়ে পালানোর চেষ্টা করে।
এ সময় বিজিবির সদস্যরা তাদের ধাওয়া দিয়ে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেছে। আটকদের জিজ্ঞাসাবাদের পর টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এ উপ-অধিনায়ক।
খবর বিভাগঃ
জাতীয়
বৈদেশিক শত্রু
0 facebook: