28 August 2019

চীন-পাকিস্তান বিমান মহড়া, নজর রাখছে আইএএফ তবুও ঘুম নাই ভারতের

ছবি প্রতীকী
আন্তর্জাতিক ডেস্ক।। চীনের হোতান শহরে পাকিস্তান ও চীনের বিমান বাহিনী যে আকাশ মহড়া চালিয়ে যাচ্ছে তার উপর ঘনিষ্ঠ নজর রেখেছে ভারত। এই শহরেই পাকিস্তান ও চীন যৌথভাবে অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরির কাজ করছে।

মহড়ায় পাকিস্তানের জেএফ-১৭ এবং চীনের জে-১০ ও জে-১১ জঙ্গিবিমান অংশ নিচ্ছে। মহড়ার ব্যাপারে এক আইএএফ কর্মকর্তা বলেন, লাদাখের রাজধানী লেহ শহর থেকে প্রায় ২০০ কি.মি. দূরে হোতান শহরে শাহিন নামে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। চীনে যাওয়ার আগে পাকিস্তান তাদের যুদ্ধবিমানগুলো গিলগিট-বাল্টিস্তানের স্কার্দু এলাকায় সমবেত করে।

দুই দিন আগে এই মহড়া শুরু হয়। এতে পাকিস্তান ও চীনা বিমান বাহিনী নিজেদের মধ্যে ইন্টারঅপারেবিলিটি ও জয়েন্টনেস বাড়ানোর চেষ্টা করছে।

ক্ষেপনাস্ত্র প্রযুক্তি, যুদ্ধবিমান ও রণতরীসহ চীনের সামরিক হার্ডওয়্যারের সবচেয়ে বড় ক্রেতা পাকিস্তান। ভারত অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর চীন ও পাকিস্তান উভয়েই এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে।

লাদাখকে ইউনিয়ন টেরিটরি ঘোষণা করায় চীন উদ্বেগ প্রকাশ করে। অন্যদিকে, কাশ্মীরের মর্যাদা পরিবর্তনের তীব্র সমালোচনা করছে পাকিস্তান।


শেয়ার করুন

0 facebook: