উস্তাদ রশিদ হাজ্জুল আকবার |
আন্তর্জাতিক ডেস্ক।। কথিত সন্ত্রাসী মামলায় শ্রীলংকা পুলিশ ইসলামপন্থী জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেফতার করেছে।
দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ শানিবার রাতে ৫৯ বছর বয়সী উস্তাদ রশিদ হাজ্জুল আকবারকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। গত বছর সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ২৪ বছর তিনি দলটির নেতৃত্ব দিয়েছেন।
ওস্তাদের হোমটাউন মাওয়ানেলা থেকে তার এক ঘনিষ্ঠ আত্মীয় এই সংবাদ মাধ্যমকে বলেন, পাঁচজন পুলিশের একটি দল তার বাড়িতে এসে ওস্তাদের তালাশ করে। তাদের কাছে কোন গ্রেফতারি পরোয়ানা ছিলো না। তারা শুধু পরিবারকে জানায় যে কয়েকটি সাধারণ প্রশ্নের উত্তর জানার জন্য উস্তাদের সঙ্গে তাদের কথা বলা প্রয়োজন।
ওই আত্মীয় বলেন, রোববার বিকেলে স্থানীয় সংবাদ মাধ্যমের কাছ থেকে আমরা জানতে পারি যে ওস্তাদকে গ্রেফতার করা হয়েছে।
১৯৫৪ সাল থেকে শ্রীলংকায় জামায়াতে ইসলামী কাজ করছে। সংগঠনটি ওস্তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে বাতিল করে দেয়। দলীয় প্রধানের পদ ত্যাগ করার পর ওস্তাদ দলের নির্বাহী পরিষদ সদস্য ও উপ-প্রধান নিযুক্ত হন।
আত্মীয়টি জানায় যে পুলিশ বলেছিলো তাকে কিছু জিজ্ঞাসাবাদের পর পরিবারের কাছে ফেরত পাঠানো হবে। পরিবারের নিয়োগ করা একজন আইনজীবী রোববার থেকে ওস্তাদের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও তার দেখা পাননি বলে আত্মীয়টি জানিয়েছেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
মুসলিম নির্যাতন
0 facebook: