29 August 2019

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র "গজনভির" পরীক্ষা, আতঙ্কে ভারত

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক।। সফলভাবে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই এই পরীক্ষা চালানো হলো। বুধবার রাতে "ভারতে ১৭ বার আক্রমণকারী বিজয়ী মুসলিম শাসক বীর সেনাপতি সুলতান মাহমুদ গজনভি" উনার নামে নামকরণ ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর জানান, গজনভি নামে নতুন ক্ষেপণাস্ত্রটি ২৯০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

বেলুচিস্তানের সোনমিয়ানি ফ্লাইট টেস্ট রেঞ্জের ৫৯ কমান্ড পোস্ট থেকে এটি নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ও প্রধানমন্ত্রী ইমরান খান দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান তিনি। আসিফ গফুর ক্ষেপণাস্ত্র পরীক্ষার একটি ভিডিও প্রকাশ করেছেন।

ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র পরমাণু বোমা বহনে সক্ষম বলে জানা গেছে। প্রতিবেশী দেশ ভারতের মতো পাকিস্তানের কাছেও পরমাণু বোমা রয়েছে। ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দেওয়ার পর তা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং দুই দেশের পক্ষ থেকেই নানা ধরণের হুমকি দেওয়া হচ্ছে।


শেয়ার করুন

0 facebook: