29 August 2019

আমেরিকান আগ্রাসনসহ নানা ইস্যুতে মাহাথির মুহম্মদের সঙ্গে জারিফের বৈঠক

মাহাথির মুহম্মদ ও জাওয়াদ জারিফ
আন্তর্জাতিক ডেস্ক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (বৃহস্পতিবার) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহম্মদের সঙ্গে বৈঠক করেছেন। কুয়ালালামপুরে ওই বৈঠকের পর জারিফ সাংবাদিকদের বলেছেন, প্রধানমন্ত্রী মাহাথির মুহম্মদের সঙ্গে মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।

তিনি বলেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসহ যেসব অন্যায় পদক্ষেপ নিয়েছে সেসব বিষয়েও মতবিনিময় হয়েছে। খুব শিগগিরই মাহাথির মুহম্মদ ইরান সফর করবেন বলে সাব্যস্ত হয়েছে। তার সফরের আগেই দ্বিপক্ষীয় সম্পর্ক বিষয়ক উচ্চ কমিটি গঠনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছেন দুই নেতা।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহ'র সঙ্গে কথা বলেন জারিফ। এছাড়া তিনি মালয়েশিয়ার কৌশলগত গবেষণা ও অধ্যয়ন বিষয়ক সংস্থা আইএসআইএস-এ আন্তর্জাতিক সম্পর্ক এবং মুসলিম বিশ্বের অভিন্ন নিরাপত্তা নিয়ে বক্তব্য দিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ চীন ও জাপান সফর শেষে গতকাল (বুধবার) মালয়েশিয়া গেছেন।


শেয়ার করুন

0 facebook: