খাদিম হুসেন রিজভি |
আন্তর্জাতিক ডেস্ক।। পাকিস্থানের বিখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব খাদিম হুসেন রিজভি কুরআন সুন্নাহর অনুসারী দুনিয়ার তামাম মুসলমানদের উদ্যেশ্যে এই মর্মে নসিহত পেশ করেছেন যে কাফের মুশরিক সবাই জাহান্নমে যাবে। একমাত্র মুসলিমরাই জান্নাত পাবে, কারণ কে জান্নাত যাবে সেটা মানুষ নয় ঠিক করে দিয়েছেন স্বয়ং মহান আল্লাহ পাক।
তাই কাফের ও মুশরিক হিন্দুদের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে তিনি বলেন, কাফের ও মুশরিক হিন্দুদের সাথে ততটাই সম্পর্ক রাখা উচিত যতটা আমরা পায়খানার সাথে রাখি। আমরা প্রয়োজনে সেখানে যাই, প্রয়োজন মিটে গেলে চলে আসি কিন্তু সেখানকার দুর্গন্ধ গ্রহণ করিনা।
কে এই খাদিম হুসেন রিজভিঃ খাদিম হুসেন রিজভি পাকিস্থানের ধর্ম ভিত্তিক সংগঠন তেহরিক-ই-লাব্বাইকের সভাপতি। এই সংগঠনটি ‘রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ধর্ম’ (ইসলামকে) রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করার দাবির পাশাপাশি ধর্ম অবমাননা আইনের (ব্লাসফেমি) বাস্তবায়নে কঠোর হওয়ার দাবি জানিয়ে আসছে। পাকিস্থানে ধর্ম অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড। ধর্ম অবমাননার দায়ে অনেকের মৃত্যুদণ্ডের রায় হলেও কাছাকাছি সময়ে কারও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্ম ও জীবন
পাকিস্থান
0 facebook: