19 September 2019

বৃদ্ধাকে মেরে জীবনের শেষ সম্বল ১২ লাখ টাকার গরু নিয়ে গেল যুবলীগ-কৃষকলীগ নেতারা!


স্টাফ রিপোর্ট।। সুদের টাকা পরিশোধ না করায় রাজধানীর মুহম্মদপুরে ঢাকা উদ্যানের একতা হাউজিং এলাকায় অশিতীপর এক বৃদ্ধার গরুর খামার থেকে চারটি গরু লুট করে নিয়ে যায় স্থানীয় কৃষক লীগ ও যুবলীগের নেতারা।

গত সোমবার দিবাগত রাত ১২টায় আদাবর থানা কৃষক লীগ নেতা ফালান মিয়া ও ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মুহম্মদ সাগরসহ স্থানীয় ক্যাডাররা রাতে খামার থেকে ১২ লাখ টাকার গরু লুট করে নিয়ে যায়। ওই সময় বৃদ্ধা জরিনা বেগমের (৭৮) পুত্রবধূ শাহনাজ বেগম বাধা দেয়ার চেষ্টা করলে তাকে মারধরও করা হয়।

সকালে খামারের পাশেই নিজ বসত ঘরে দরজায় দুটি তালা মেরে দেয় সন্ত্রাসীরা। অল্প কিছু সুদের টাকার জন্য এভাবে রাতের বেলায় গরুর খামার থেকে গরু লুটে নিয়ে যাওয়া ও বসত ঘরের দরজায় তালা মেরে দেয়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে নিরীহ এই পরিবারটি। বৃদ্ধাকে ঘর থেকে বের হতে ও খেতেও দিচ্ছে না।

ওই ঘটনার পর মঙ্গলবার সকালে শাহনাজ বেগম মুহম্মদপুর থানায় গিয়ে মামলা করতে চাইলেও পুলিশ কেবল জিডি হিসেবে তা অন্তর্ভুক্ত করে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে নিজেকে আদাবর থানা কৃষকলীগ নেতা পরিচয় দিয়ে ফালান মিয়া বলেন, টাকা পাই বলেই গরু নিয়েছি, টাকা দিলে গরু ফেরত দিবো।

তাই বলে রাতের বেলা খামার থেকে জোর করে গরু নিয়ে যাবেন? জবাবে সে বলে, টাকা পাইতে হইলে তো এর চেয়ে ভালো কিছু আমি দেখি না। এখানে পুলিশ টুলিশের ভয় দেখিয়ে লাভ নাই। তবে গরু লুটে নিয়েও ক্ষান্ত নেই সাগর, একের পর এক হুমকি দিয়ে আসছে পরিবারটিকে, থানা পুলিশকে জানালে তাদের মেরে লাশ বুড়িগঙ্গায় ফেলে দেয়া হবে বলেও হুমকি দিচ্ছে সে।


শেয়ার করুন

0 facebook: