19 September 2019

পিরোজপুরে উগ্রহিন্দুত্ববাদি যুবকের মুসলিম পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে কিশোরিকে বিয়ে, অতঃপর...


স্টাফ রিপোর্টার।। মুসলিম পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক মুসলিম স্কুলছাত্রীকে বিয়ে করছে বাদল কুমার রায় (২৭) নামে এক হিন্দুত্ববাদি ব্যাংক কর্মকর্তা। পিরোজপুরের শংকরপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় থানা পুলিশ তাকে পৌর এলাকার ইয়াছিনের পুল  থেকে আটক করে। তবে স্থানীয় প্রভাবশালী একটি চক্র বিষয়টি ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে।

আটককৃত প্রতারক বাদল জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামের শিতাংশু কুমার রায়ের পুত্র। অভিযুক্ত যুবক উপজেলার হুলারহাট এলাকার রূপালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছে।

ওই আটক অভিযানে থাকা থানা পুলিশের এসআই মুহম্মদ আরিফুর রহমান জানান, প্রতারক যুবককে স্থানীয়রা আটক করে থানা পুলিশে সোপর্দ করেন। ভুক্তভোগী স্কুলছাত্রী উপজেলার হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী ওই ছাত্রী জানায়, তার সাথে গত এক বছর আগে স্থানীয় হুলারহাটের রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসাবে কর্মরত হিন্দুত্ববাদি যুবক নিজেকে মুসলিম পরিচয় দিয়ে বাদল শেখ নামে প্রেম করে, এবং গত তিন দিন আগে বিয়ে করে। বিষয়টি আমি না জানলেও স্থানীয়রা বিষয়টি জেনে তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহম্মদ নুরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত প্রতারক যুবক বাদল কুমার রায় থানা হাজতে রয়েছে। আর ভুক্তভোগী স্কুলছাত্রীও থানায় রয়েছে। স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা দিলে মামলা নেয়া হবে।


শেয়ার করুন

0 facebook: