![]() |
আন্তর্জাতিক ডেস্ক।। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি না দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান।
পাকাস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরাইশি এক বিবৃতিতে বলেন, নরেন্দ্র মোদিকে পাকিস্তানের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি সরকার।
মাহমুদ কুরাইশী বলেন ভারতীয় হাই কমিশনারকে মোদির আকাশপথ ব্যবহারের অনুমতি না দেয়ার বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে। মোদিকে বহনকারী বিমানটি যেন পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারে, এ জন্য পাকিস্তানের কাছে অনুমতি চেয়েছিল ভারত। গত সপ্তাহে ভারতীয় কর্তৃপক্ষের করা ওই আবেদনে বলা হয়, আগামী ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদি পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্র সফরে যেতে চান। এ জন্য পাকিস্তান কর্তৃপক্ষ যেন তাদের আবেদনটি গ্রহণ করে।
তবে ৩৭০ ধারা বিলুপ্তির মাধ্যমে কাশ্মীরের স্বায়ত্বশাসন বাতিল করার প্রতিবাদে পাকিস্তান সরকার মোদিকে নিজেদের আকাশ পথ ব্যবহারের অনুমতি দেয়নি।
এর আগে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান। আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়ে ভারতীয় রাষ্ট্রপতির আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
পাকিস্থান
ভারত
0 facebook: