আন্তর্জাতিক ডেস্ক।। আপেলের ভরা মৌসুমেও বিক্রি হচ্ছে না আপেল। লোকে লোকারণ্য বাজারটি পড়ে আছে ফাকা। ফসল সংগ্রহের সময় অথচ উৎপাদিত আপেল বিক্রি করতে পারছেন না ভারতের জম্মু ও কাশ্মীর উপত্যকার বাগান মালিকরা।
বিশ্বের অন্যতম আপেল উৎপাদনকারী দেশ কাশ্মীর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বিলুপ্ত করার পরে কয়েক সপ্তাহব্যাপী অবরোধ আরোপ করেছিল। এতে কাশ্মীরের সঙ্গে ভারত ও বহিঃবিশ্বের ক্রেতাদের পরিবহন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যার ফলে আপেল বিক্রি করা যাচ্ছে না।
ফল চাষকারী ও ফল ব্যবসায়ীরা বলেছেন, এসব অস্থিতিশীলতা ফলচাষ শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।
মোদীর এই পদক্ষেপটি কাশ্মীরকে ভারতের অন্যান্য রাজ্যের সাথে একীভূত করাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর একটি উপায় হিসেবে নিয়েছিল। কিন্তু এই পদক্ষেপের প্রেক্ষাপটে অস্থিরতা তৈরি হয়ে তা উল্টো অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
কাশ্মীর
ভারত
মুসলিম নির্যাতন
0 facebook: