25 September 2019

জাতিসংঘে বিশ্ব নেতাদের সামনে কাশ্মীর ইস্যু তুলে ধরলেন এরদোগান


আন্তর্জাতিক ডেস্ক।। কাশ্মীরে উগ্র হিন্দুত্ববাদি অবৈধ দখলদার ভারতীয় আগ্রাসনের বিষয়টি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের সামনে উপস্থাপন করেছেন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান।

ভারত সরকার কাশ্মীরিদের খাঁচাবন্দী করে রেখেছে অভিযোগ করে এরদোগান বলেন, জাতিসংঘের রেজুলেশন থাকা সত্বেও বিগত ৭২ বছর যাবত কাশ্মীর সংকটের কোনো সূরাহা করা যায়নি। গত ৫০ দিন যাবত অঞ্চলটিতে কারফিউর কারণে সেখানকার মানুষ অবরুদ্ধ জীবনযাপন করছেন।

মঙ্গলবার জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট এসব কথা বলেন। তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, কাশ্মীর ইস্যু থেকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও সমৃদ্ধি আলাদা করা যাবে না।

তিনি বলেন, কাশ্মীরি জনগণকে তাদের পাকিস্তান ও ভারতীয় প্রতিবেশীদের সাথে একসাথে নিরাপদ ভবিষ্যতের দিকে নজর দেওয়ার জন্য, সংলাপের মাধ্যমে এবং ইনসাফের ভিত্তিতে সমস্যা সমাধান করা জরুরি কিন্তু কোন সংঘর্ষের মাধ্যমে নয়।


শেয়ার করুন

0 facebook: