26 September 2019

ধামরাইয়ে মসজিদে নামাজরত মুসল্লীদের উপর হামলা


স্টাফ রিপোর্টার।। পূর্ব শত্রুতার জের ধরে মসজিদে নামাজের সময় মুসল্লীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে প্রতিপক্ষ। এতে আহত হয়েছে কমপক্ষে ৫ জন। এদের দুইজনকে ধামরাই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকার ধামরাইয়ের বাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রাতে ৮জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এদিকে আজ মঙ্গলবার বাইচাইল হিজলতলী মাঠে হামলাকারীদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। বাইচাইল এলাকার চানমিয়া, ময়ছেরর, বারেক, উজালা, সাহেরার নেতৃত্বে এ মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত লোকজন অংশ গ্রহণ করেছে।

বাইচাইল এলাকার মহেদ আলী (৭০) বলেন, আগে আমাদের উপর হামলা হয়েছে এবং আমাদের মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমরা এখনো সেই মসজিদ নতুন করে তৈরি করতে পারি নাই। আবার আমাদের উপর হামলা করেছে। এতে ৫ জন মারাত্বক আহত হয়েছে।

ভূক্তভোগীরা বলেন, গত সোমবার আমরা মাগরিবের নামাজ পড়তেছিলাম। তখন নামাজের শেষ দিকে প্রতিপক্ষ গফুর ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। তখন আমরা কোন রকমে পালিয়ে জীবন রক্ষা করি। তারপরেও ৫ জন মারাত্বকভাবে আহত হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেছে, এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খোরশেদ ও মোতাহারসহ মোট ৮ জনকে গ্রেফতার করে সুষ্ঠু বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন

0 facebook: