প্রতীকী ছবি |
আন্তর্জাতিক ডেস্ক।। পার্বত্য চট্টগ্রামের লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর টহল দল ও উপজাতি সন্ত্রাসী চাকমা সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।
বুধবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীছড়ির বারুডলু এলাকায় সশস্ত্র উপজাতি সন্ত্রাসী চাকমা সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে লক্ষ্মীছড়ি জোন থেকে সেনাবাহিনীর একটি টহল দল ওই স্থানে যায়।
বিকাল ৫টার দিকে সেনাবাহিনীর টহল দল উপজাতি সন্ত্রাসী চাকমা সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে। এ সময় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে সেনাবাহিনীর টহল দলের একজন সদস্য ডান পায়ে গুলিবিদ্ধ হন। একপর্যায়ে সশস্ত্র সন্ত্রাসী দল ওই স্থান থেকে পালিয়ে যায় এবং তাদের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে বলে আলামত পাওয়া যায়।
পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় একজন সশস্ত্র উপজাতি সন্ত্রাসী চাকমা সন্ত্রাসীকে একটি এসএমজি, ২৬ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন ও অন্যান্য দ্রব্যসামগ্রীসহ আটক করা হয় বলে জানায় আইএসপিআর।
খবর বিভাগঃ
চট্টগ্রাম বিভাগ
জাতীয়
প্রশাসন
0 facebook: