26 September 2019

ভারত কতৃক পাকিস্তানের পরমানু-বিজ্ঞানীর মৃত্যুর গুজব ছড়ানোর বিপরীতে যা বল্লেন সেই বিজ্ঞানী (ভিডিও)


আন্তর্জাতিক ডেস্ক।। কিছুদিন যাবত ভারত পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাকিস্তানের কিংবদন্তী পরমানু-বিজ্ঞানী ড. আবদুল কাদের খান ইন্তেকাল করেছেন। নেটজনেরা দাবী করেছেন এই নিকৃষ্ট কাজের পেছনে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদি মিডিয়া ও সোশ্যাল এক্টিভিস্টরা দায়ী।

গত মঙ্গলবার ঘটনা সোশ্যাল মিডিয়ায় থেকে বিজ্ঞানী ড. আবদুল কাদের খান পর্যন্ত পৌঁছালে তিনি লাইভে এসে এর দাঁতভাঙ্গা জবাব দেন। পাকিস্তানের এই পরমানু-বিজ্ঞানী ড.আবদুল কাদের খান তার অসুস্থতা ও মৃত্যুর ব্যাপারে ছড়িয়ে পড়া খবরকে গুজব বলে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। উনার দেয়া বক্তব্য নিচে হুবুহু তুলে ধরা হলোঃ

তিনি বলেছেনঃ- আল্লাহ পাকের শোকর আমি সুস্থ আছি। কেউ কেউ আমার অসুস্থতা নিয়ে গুজব ছড়াচ্ছে। কেউ আমার মৃত্যুর সংবাদও প্রচার করছে। তবে আমি আল্লাহর শোকর আদায় করছি যে, তিনি আমাকে সুস্থ রেখেছেন।

আপনারা শুনে অত্যন্ত ব্যথিত হবেন,-আমি নিজেও মর্মাহত-কিছু অপপ্রচারকারী সামাজিক মাধ্যমে আমার অসুস্থতা ও মৃত্যুর খবর নিয়ে অপপ্রচার করছে। এ জাতীয় খবরে আপনার বিভ্রান্ত হবেন না। আল্লাহর দয়ায় আমি ভাল আছি, সুস্থ আছি।

আমার মৃত্যুর হলে আমার পরিবারের পক্ষ থেকে তা প্রকাশ করা হবে। আপনার আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সুস্থতার সাথে আমাকে বেঁচে থাকার তাওফিক দান করেন।


শেয়ার করুন

0 facebook: