26 September 2019

সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামের কোন ধরণের সম্পর্ক নাইঃ জাতিসংঘে এরদোগান


আন্তর্জাতিক ডেস্ক।। সন্ত্রাসবাদের সাথে ইসলামের কোন ধরণের সম্পর্ক রয়েছে এরকম অপবাদ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।

বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে এক বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ইসলামকে সন্ত্রাসের সঙ্গে তুলনা করা একটি অনৈতিক অপবাদ। ইসলাম শান্তির ধর্ম। সন্ত্রাসবাদ এই ধর্মে গ্রহণযোগ্য নয়।

এরদোগান আরও বলেন, বিদ্বেষমূলক বক্তব্যে মতামতের স্বাধীনতায় কখনো বিভ্রান্ত হওয়া উচিত না। বেশিরভাগ ক্ষেত্রে মুসলমানদের কট্টর বক্তব্যই শুধু বড় করে (ছড়িয়ে) দেখানো হচ্ছে।

তিনি বলেন, মুসলিম নারীরা হিজাব পরায় সড়কে ও কর্মস্থলে হেনস্থার স্বীকার হন। একটি দেশ হিসেবে যার বিদেশে ৬৫ লাখ নাগরিক রয়েছে, যারা বিদ্বেষমূলক বক্তব্য ও হামলার শিকার হচ্ছে, আমরা এ বিষয়টি উপেক্ষা করতে পারি না।

সংবাদমাধ্যম ও রাজনীতিবিদরা জনপ্রিয়তা বাড়াতে ঘৃণা চর্চা ছড়াচ্ছেন, এদের কারণে বিদ্বেষমূলক বক্তব্য এখন স্বাভাবিক হয়ে গেছে, এটাকে (বিদ্বেষমূলক বক্তব্য) তারা বাকস্বাধীনতা হিসেবে অভিহিত করছেন।

ভারতে মুসলিমদের ওপর হামলার বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট এরদোগান। তিনি ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানান। যারা গরুর গোশত খান তাদের ধর্মীয় বিশ্বাসের ওপর শ্রদ্ধা জানাতে ভারতকে আহ্বান জানান ও তিনি।

এরদোগান বলেন, ভারতে আমরা কীভাবে মুসলিম যুবকদের রক্ষা করব, যাদের বেত্রাঘাত করা হচ্ছে, চাপাতি দিয়ে কোপানো হচ্ছে, এমনকি সামান্য গরুর গোশত খাওয়ার দায়ে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, হিন্দু ধর্মে গরুকে পবিত্র বলে মনে করা হয়। হিন্দু জাতীয়বাদীরা গরুর মুসলিম মালিকদের ওপর হামলা করছে। বিভিন্ন উদীয়মান গোরক্ষা গোষ্ঠীর নামে এসব করা হচ্ছে।

এরদোগান তার বক্তব্যে কাশ্মীরের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, কাশ্মীর একটি মুক্ত কারাগারে পরিণত হয়েছে এবং এখানকার বাসিন্দারা কারাগারে রয়েছেন।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব সব (বিদেশি) রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর পরে। এ সময় তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক অবস্থান থেকে সবাইকে সক্রিয় হতে আহ্বান জানান।

ইসলামের ওপর হামলার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট এরদোগান বলেন, ইসলামকে, শান্তির ধর্মকে সন্ত্রাসের সঙ্গে যুক্ত করা একটি অনৈতিক অপবাদ। এটি অগ্রহণযোগ্য।

তিনি বলেন, আমরা ইসলামফোবিয়া, বর্ণবাদ এবং বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই করার সব চেষ্টা চালিয়ে যাব।


শেয়ার করুন

0 facebook: