আন্তর্জাতিক ডেস্ক।। রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের জন্য বাংলাদেশে জমি বরাদ্দ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছে তুরস্ক। গত মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীকে এই আহ্বান জানান।
রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে কাভুসোগলু বলেন, আমরা বাংলাদেশের প্রতি অনুরোধ করবো তারা যেন রোহিঙ্গাদের জন্য আলাদা জমি বা জায়গা বরাদ্দ করে, ঠিক যেমনটা আমরা করেছি সিরীয় শরণার্থীদের ক্ষেত্রে। আর এখনও সেটা বিশ্বের সবচেয়ে ভালো শরণার্থী শিবির।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা বিশ্বাস করি রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ সরকার যেই বোঝা বহন করছে তা ভাগাভাগি করতে এগিয়ে আসবে আন্তর্জাতিক সম্প্রদায়।
তিনি বলেন, এই সংকট শুরুর পর থেকেই তুরস্ক সবসময় বাংলাদেশের পাশে থাকার থেকেছে। এমনকি মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের জন্যও মানবিক সহায়তা পাঠিয়েছে তুরস্ক।
তিনি বলেন, তুরস্ক আশা করে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবাসন নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মিয়ানমার। সূ্ত্র: ডেইলি সাবাহ
১৯৮২ সালে রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নেয় মিয়ানমার সরকার। এর পর থেকে কয়েক দফায় তাদের ওপর চলা গহত্যার কারণে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। ২০১৭ সালের আগস্টে আবারো গণহত্যা শুরু হলে খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের সাত লাখেরও বেশি মানুষ।
এরপর থেকে আন্তর্জাতিক অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে তাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। দেশটির ফার্স্ট লেডী আমিনা এরদোগানসহ গুরুত্বপূর্ণ অনেক দায়িত্বশীল রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সফর করেছেন। এছাড়াও রোহিঙ্গা শিবিরে এখনো বেশ কিছু রাষ্ট্রীয় প্রজেক্ট চালু রেখেছে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান শক্তিশালী দেশ তুরস্ক।
0 facebook: