26 September 2019

কাশ্মীরে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে ব্রিটিশ পার্লামেন্টে প্রস্তাব পেশ


আন্তর্জাতিক ডেস্ক।। অবৈধ দখলদার ভারত অধিকৃত কাশ্মীরে হস্তক্ষেপের জন্য ব্রিটিশ পার্লামেন্টে প্রধান বিরোধীদল লেবার পার্টির পক্ষ থেকে প্রস্তাব আনা হয়েছে।

গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) ব্রিটিশ পার্লামেন্টে কাশ্মীর নিয়ে প্রস্তাবটি দেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন। প্রস্তাবে তিনি বলেন, কাশ্মীরে প্রবেশকরে জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

এদিকে লেবার পার্টির এই প্রস্তাবের সমালোচনা করে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিস কুমার বলেন, লেবার পার্টির এই পদক্ষেপ আসলে ভোটার বাড়ানোর হাতিয়ার।

চলতি বছরের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের হিন্দুত্ববাদী কেন্দ্রীয় সরকার।

ওই দিন থেকে কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে কাশ্মির। গ্রেফতার করা হয়েছে শত শত নেতাকর্মীকে। জারি রয়েছে বিধিনিষেধ। কাশ্মিরের উন্নয়নের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বিজেপি সরকারের পক্ষে এমন দাবি করা হলেও সেখানে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে জানিয়ে আসছে মানবাধিকার সংস্থাগুলো।

করবিনের প্রস্তাবে বলা হয়। ভারত ও পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে বৈঠক করে বিষয়টি সমাধানের পদক্ষেপ নেওয়া যেতে পারে।


শেয়ার করুন

0 facebook: