আন্তর্জাতিক ডেস্ক।। কাশ্মীরে তল্লাশির নামে অভিযান চালিয়ে ছয় কাশ্মীরি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় বাহিনী। শনিবার দিনভর উপত্যকাটির বিভিন্ন স্থানে অভিযান চালানোর সময় এসব হতাহতের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে রামবানের বাতোতে এলাকায় জম্মু-শ্রীনগর মহাসড়কে স্বাধীনতাকামীরা একটি যাত্রীবাহী বাস থামানোর চেষ্টা করেছে বলে ভারতীয় বাহিনী দাবি করেছে। এরপরই নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়।
কাশ্মীর মিডিয়া সার্ভিস বলছে, ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গান্দারবালের নারানাগ এলাকায় তিন যুবককে হত্যা করেছে। এছাড়া আরো তিন যুবককে হত্যা করা হয়েছে রামবান জেলার বাতোতে এলাকায়।
জানা গেছে, শনিবার সাধারণ কাশ্মীরিদের চলাচলে কড়াকড়ি আরোপ করে ভারতের সেনাবাহিনী। জাতিসংঘের সাধারণ অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ঐতিহাসিক ভাষণের জেরে যেন কোনো ধরনের বিক্ষোভ না হয়, সেজন্য কড়াকড়ি আরোপ করা হয়।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দিয়েছেন ইমরান। তার পর থেকেই পাকিস্তানে তো বটেই, আন্তর্জাতিক মহলেও সমাদৃত হচ্ছেন তিনি। যদিও এ ঘটনায় ইমরান খানকে উস্কানিদাতা হিসেবে দুষছে ভারত।
এদিকে কাশ্মীরের ব্যাপারে ভারতের দাবি, অভিযানে তিন মুজাহিদ নিহত হয়েছেন এবং একজন সেনা সদস্যও নিহত হয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
কাশ্মীর
ভারত
0 facebook: