31 October 2019

পবিত্র মসজিদে পূজাপাট, দেবদেবীর ছবিসহ বিভিন্ন অনুষ্ঠান করেন ভারতীয় এক হিন্দু নারী



আন্তর্জাতিক ডেস্ক।। ভারতের পরভনি, মঙ্গলোরায় অবস্থিত এক বন্ধ ঐতিহাসিক জামে মসজিদে পূজাপাট সমাপ্ত করেছেন এক হিন্দু নারী। চলতি সপ্তাহের শুরুর দিকে গত শনিবার বেলা এগারোটা বাজে ৫০ মিনিটে তিনি মসজিদের ভিতরে দেওয়ালির পূজা এবং বিভিন্ন দেবদেবীর ছবিসহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান অত্যন্ত ধীরস্থিরভাবে পালন করেছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় অনলাইন পত্রিকা বাসীরাত অনলাইন।

জানা যায়, ৭০ বছরের অধিককাল ধরে মসজিদে নামাজ পড়া সম্পূর্ণরূপে বন্ধ আছে। বিগত কয়েক বছরে ধরে আদালতে মসজিদের বিষয়টি ঝুলন্ত আছে। এখনো মসজিদের বিষয়টি সমাধান হয়নি। এমতাবস্থায় এই জামে মসজিদে এক নারীর পূজাপাট সমাপ্ত করার ঘটনা ঘটলো।

স্থানীয়সূত্রে আরও জানা যায়, ২ বছর পূর্বে এই মসজিদে পূজা পাঠ সমাপ্ত করার জন্য এসেছিলেন এই নারী। তখন পুলিশ তাকে মানসিক প্রতিবন্ধী ভেবে ছেড়ে দিয়েছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, এই মহিলা এই দুই বছর আগের মহিলা। তিনি মসজিদের ভিতরে পূজা পাঠ সমাপ্ত করেছেন। তার বিভিন্ন মূর্তি আচার অনুষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।


শেয়ার করুন

0 facebook: