03 November 2019

দেশজুড়ে একযোগে হামলার আশঙ্কায় আতঙ্কে ভারতীয় গোয়েন্দারা

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক।। ভারতে একযোগে হামলার আশঙ্কায় আতঙ্কে দেশটির গোয়েন্দারা। এর জন্য পাকিস্তানভিত্তিক কয়েকটি সংগঠনকে দায়ী করেছে তারা।

শীঘ্রই ভারতের বিভিন্ন স্থানে একযোগে হামলা চালানো হতে পারে আশঙ্কা তাদের। কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের এক পদস্থ কর্মকর্তার বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এসব তথ্য পাওয়ার পরই কেন্দ্রকে তা জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

মূলত কাশ্মীরের অস্থিতিশীল পরিস্থিতিকে কেন্দ্র করে কিছু সংগঠন ফের সক্রিয় হয়ে উঠেছে বলে দাবি ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর।


শেয়ার করুন

0 facebook: