29 December 2017

সাংবাদিকের মোটরসাইকেল চুরিতে, ধরা পড়ে হিন্দু পুলিশ অফিসার ক্লোজড!

সিলেট প্রতিনিধিঃ সিলেটে এক সাংবাদিকের চুরি হওয়া মোটরসাইকেলসহ ধরা পড়েছেন পুলিশের এক এসআই। সমীরণ সিংহ নামের ওই এসআই সিলেট মহানগর পুলিশে কর্মরত। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর তালতলা এলাকা থেকে মোটরসাইকেলসহ তাকে থানায় নিয়ে আসে কোতোয়ালী থানা পুলিশ। পরে তাকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।

জানা যায়, গত ২০ ডিসেম্বর সিলেট নগরীর মানিকপীর রোডের একটি রেস্টুরেন্টের সামনে থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমদের বাজাজ ডিসকভারি এসটি মডেলের মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করেন সাংবাদিক মারুফ।

পরবর্তীতে নিজের পেশাগত কাজে জরুরী হওয়ায় সাংবাদিক মারুফ নতুন একটি মোটরসাইকেল ক্রয় করেন। ওই মোটরসাইকেলে লক লাগানোসহ কিছু কাজ করাতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর তালতলা পয়েন্টস্থ একটি ওয়ার্কশপে যান মারুফ। এর কিছুক্ষণ পরে মারুফের চুরি যাওয়া মোটরসাইকেল চালিয়ে এসআই সমীরণ ওই ওয়ার্কশপে আসেন। নিজের গাড়ি চিনতে পেরে কৌশলে বিষয়টি মামলার তদন্ত কর্মকর্তা, কোতোয়ালী থানার এসআই শফিকুল ইসলাম খানকে জানান মারুফ।

সন্ধ্যা সোয়া ৬টার দিকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে মোটরসাইকেলসহ এসআই সমীরণকে থানায় নিয়ে যান শফিকুল ইসলাম খান।

চুরি যাওয়া মোটরসাইকেলসহ এসআই সমীরণ ধরা খাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন।

তিনি আরো জানান, এসআই সমীরণ সিংহকে ক্লোজড করা হয়েছে।


শেয়ার করুন

0 facebook: