আন্তর্জাতিক ডেস্কঃ উগ্রবাদী গোষ্ঠী
আইএস এবার ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আইএসের মিশর শাখা
একটি নতুন হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ করে এই ঘোষণা দিয়েছে।
বুধবার প্রকাশিত
ভিডিওতে কমলা রঙের পোশাক পরিহিত এক বন্দিকে গুলি করে হত্যা করতে দেখা যায়। আইএস দাবি করেছে, হতভাগ্য ব্যক্তি হামাসের সামরিক শাখাকে সহযোগিতা করেছিল।
ভিডিওতে এক উগ্রবাদী
ঘোষণা করে, ‘হামাসের কাছে কখনই আত্মসমর্পন করবে না। তাদের বিরুদ্ধে
বিস্ফোরক, সাইলেন্সড পিস্তল এবং বোমা ব্যবহার করবে। তাদের আদালত ও নিরাপত্তা
কেন্দ্রগুলোতে বোমা হামলা চালাবে; কারণ, এগুলো তাদের ক্ষমতা ধরে রাখার মূল চালিকাশক্তি।’
হামাস নিয়ন্ত্রিত
গাজা উপত্যকার সীমান্ত সংলগ্ন সিনাই উপত্যকায় নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে হামাস যখন
মিশরের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করছে তখন এই ভিডিও প্রকাশিত হলো। গত অক্টোবরে সিনাই
থেকে চারজন সিনিয়র আইএস সন্ত্রাসীকে আটক করেছিল হামাস।
উগ্রবাদী গোষ্ঠী
আইএস ২০১৪ সাল থেকে ইসরাইলের সীমান্তবর্তী সিরিয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালেও কখনও ইসরাইলে
হামলা চালায়নি বা হামলা চালানোর নির্দেশ দেয়নি; বরং সিরিয়ায় সরকারি
বাহিনীর সঙ্গে যুদ্ধে আহত আইএস সদস্যদেরকে চিকিৎসা সেবা দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। অবশ্য তেল আবিবের
পৃষ্ঠপোষকতা সত্ত্বেও ২০১৭ সালের শেষ নাগাদ সিরিয়া ও ইরাক থেকে উৎখাত হয়ে গেছে আইএস।
মুসলিম বিশ্বের
প্রধান শত্রু ইসরাইলের পৃষ্ঠপোষকতা নিয়েই যে আইএস সিরিয়া ও ইরাকে তাণ্ডব শুরু করেছিল
তা আরেকবার প্রমাণিত হলো তাদের হামাস বিরোধী ঘোষণা দেখে। গত ৩০ বছর ধরে হামাস
ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সূত্র: পার্সটুডে
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: