23 January 2018

যুবরাজ মুহম্মদ, সৌদি রাজপুত্রদের কাছ থেকে হাজার কোটি ডলার নেবেন

আন্তর্জাতিক ডেস্কঃ নাম প্রকাশ না করার শর্তে সৌদি আরবের এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম ব্লমবার্গের সোমবারের সংস্করণে খবর প্রকাশ করা হয়েছে যে, দুর্নীতি দমনবিরোধী অভিযানে সম্প্রতি সৌদি আরবে আটক রাজপুত্র ও তাদের শুভাকাঙ্ক্ষী ধনকুবেরদের থেকে অন্তত ১ হাজার কোটি ডলার আদায় করবেন যুবরাজ মোহাম্মাদ বিন সালমান

দেশটির অ্যাটর্নি জেনারেল শেখ সৌদ আল মোজেবের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতিবাজ সন্দেহে যাদের আটক করা হয়েছে তার মধ্যে প্রায় ৯০ জন সরকারের সঙ্গে মীমাংসায় রাজি হয়েছেন এবং তাদের ছেড়েও দেয়া হয়েছেআর এখনও অন্তত ৯৫ জন রাজধানী রিয়াদের রিটজ কার্লটন হোটেলে বন্দি আছেন খবরে বলা হয়েছে, যারা সরকারের সঙ্গে চুক্তিতে রাজি হবে না তাদের বিচারের আওতায় আনা হবেতবে আটক ৯৫ জনের মধ্যে পাঁচজনের সঙ্গে আলোচনা চলছে বলে জানানো হয়েছেআর বাকিরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখছেএর মধ্যে একটি বড় অংশ সরকারের সঙ্গে মীমাংসায় রাজি হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর সৌদি যুবরাজ দেশটিতে দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেনএরপর প্রায় সাড়ে তিনশলোককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছেএর অংশ হিসেবে ১১ জন সৌদি রাজপুত্র, বেশকিছু সিনিয়র কর্মকর্তা এবং বেশ কিছু ধনী ব্যক্তিকে আটক ও পদ থেকে বরখাস্ত করা হয়েছে

তবে সমালোচকরা বলছেন, সৌদি যুবরাজ নিজের ক্ষমতা পাকাপোক্ত করতেই এমন অভিযান শুরু করেছেনকারণ আটকের তালিকায় রয়েছেন রাজ পরিবারেরই অনেক সদস্য, যারা অনেক সম্পদশালীতাছাড়া রাজ পরিবারের বেশ কিছু সদস্যকে তাদের


শেয়ার করুন

0 facebook: