25 January 2018

সেনাবাহিনীর মেজরের উপর হামলায় সিলেটে ৬ ছাত্রলীগ কর্মীকে কারা‌‌দণ্ড


সিলেট প্রতিনিধিঃ বৃহস্পতিবার সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো দ্রুত বিচার আইনে করা মামলার রায় ঘোষণা করেন। মামলা থেকে দুই আসামিকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

আদালতের এপিপি এডভোকেট মাহফুজুর রহমান জানান,  সিলেটে সেনাবাহিনীর মেজর মোস্তফা আনোয়ারুল আজিজের উপর হামলার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় ছাত্রলীগের ছয় কর্মীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। মামলার রায়ে হাসান শাহরিয়ার রকি, সাফকাত হোসেন শুভ, কাজী মাকসুদ আহমদ, ভানু লাল দাশ, সাইদুল ইসলাম ও সমীরণ চৌধুরী সৌরভকে ৪ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ১ মাস করে কারাদণ্ড প্রদান করেন আদালত।

তিনি আরো জানান, রায়ে সিলেট মহানগরীর ২২নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান খান জুয়েল ও ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান পাভেলকে অব্যাহতি দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, গত বছরের ৬ এপ্রিল রাতে সিলেট নগরীর কেওয়াপাড়ার বাসা থেকে বের হন মেজর আজিজ। এসময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাঁকে গাড়ি সরাতে বলে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মেজর আজিজের উপর হামলা ও তার গাড়ি ভাঙচুর করা হয়। পরে মেজর আজিজ বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।


শেয়ার করুন

0 facebook: