আন্তর্জাতিক ডেস্কঃ কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে, আগামী ২৯শে জানুয়ারি থেকে ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েতে অবৈধভাবে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। ঘোষণায় বলা হয়, সংশ্লিষ্ট আইনি কর্তৃপক্ষের কাছ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা নেই, এমন সব প্রবাসী কারও অনুমতি ছাড়াই কুয়েত ত্যাগ করতে পারবেন। একই সঙ্গে যে সকল অবৈধ প্রবাসী কুয়েতে বৈধভাবে অবস্থান করতে ইচ্ছুক তারা অনুমতি প্রদানের শর্তগুলো পূরণ করে জরিমানা আদায় করে কুয়েতে বৈধভাবে থাকতে পারবেন।
আগে যাদের রেসিডেন্সি আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছিলো বা পরবর্তীতে গ্রেপ্তার করা হবে তাদের অবিলম্বে নির্বাসন করা হবে। এতে আরো বলা হয়, এই সুযোগে যারা কুয়েত ত্যাগ করবেন তাদের বিরুদ্ধে কুয়েত প্রবেশে অন্য কোনো নিষেধাজ্ঞা না থাকলে আবারও বৈধভাবে কুয়েত ফিরতে কোনো বাধা নেই।
স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, যদি রেসিডেন্সি আইন লঙ্ঘিত হয় এমন প্রবাসীরা এই সময়ে কুয়েত ছেড়ে না যান, আইন অনুযায়ী তাদের কঠোর শাস্তি হবে। তাদের আর কোন সময় কুয়েতে আসার অনুমতি দেয়া হবে না। জরিমানা পরিশোধ ছাড়াই কুয়েত ত্যাগের এই সুযোগটি সর্বশেষ ২০১১ সালে দেয়া হয়েছিল, সেই সুযোগ আবার দেয়া হয়েছে। এতে পরিশোধ ছাড়াই কুয়েত ত্যাগ অথবা দৈনিক দুই দিনার করে সর্বোচ্চ ৬০০ দিনার দিয়ে বৈধভাবে কুয়েতে থাকা যাবে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
প্রবাস জীবন
0 facebook: