13 February 2018

আজ 4G এর নিলাম, এনবিআর ১০ শতাংশ ভ্যাট আরোপ করবে


স্বদেশবার্তা ডেস্কঃ এনবিআর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন মোবাইল অপারেটররা স্পেকট্রাম ফির ওপর ভ্যাট আরোপ নিয়ে আপত্তি জানিয়ে আসছে। তবুও ফোরজি লাইসেন্স ও তরঙ্গের ওপর ১০ শতাংশ ভ্যাট আরোপ করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য অর্থ মন্ত্রণালয়ে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। অনুমোদন পেলে আদেশ জারি করা হবে।

এ বিষয়ে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যামটবের মহাসচিব টিআইএম নূরুল কবির বলেন, পৃথিবীর কোনো দেশেই স্পেকট্রাম ফির ওপর ভ্যাট নেই, শুধু বাংলাদেশেই এটি আদায় করা হয়। ভ্যাটের মূলনীতি অনুযায়ী স্পেকট্রামের ওপর ভ্যাট আদায়যোগ্য নয়। এই স্পেকট্রাম ব্যবহার করে ভোক্তাদের সেবা দিলে তার বিপরীতে ভ্যাট আদায়যোগ্য। কিন্তু বাংলাদেশে স্পেকট্রাম ফির ওপর ভ্যাট চাপিয়ে দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, এ বিষয় নিয়ে অর্থমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা বিষয়টি বুঝতে পেরেছেন। এখন এনবিআর যে সিদ্ধান্ত দেবে, সেটি পরবর্তী সময়ে বিচার-বিশ্লেষণ করা হবে।

সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য সোমবার সারসংক্ষেপ পাঠানো হয়েছে। ১০ শতাংশ ভ্যাট আরোপ করা হলে এ খাত থেকে সরকার অতিরিক্ত ৬২৫ কোটি টাকার রাজস্ব পাবে।

প্রসঙ্গত, থ্রিজি নিলামের আগে এনবিআর স্পেকট্রাম ফি, চার্জ ও রয়্যালিটি ফির ওপর ৫ শতাংশ হারে ভ্যাট নির্ধারণ করে আদেশ জারি করে। এতে প্রায় ২৫০ কোটি টাকা ভ্যাট আদায় হয়। তার আগে টুজি নিলামের সময় প্রজ্ঞাপন জারি না করায় ভ্যাট আদায় করতে পারেনি এলটিইউ-ভ্যাট। এ নিয়ে মোবাইল অপারেটর ও এলটিইউ-ভ্যাটের মধ্যে প্রায় ১৬৯ কোটি টাকার মামলা আদালতে চলমান আছে। এদিকে আজ রাজধানীর ঢাকা ক্লাবে ফোরজি নিলাম অনুষ্ঠিত হবে। গ্রামীণফোন ও বাংলালিংক নিলামে অংশ নেবে। রবি নিলামে অংশ নেবে না।


শেয়ার করুন

0 facebook: