স্টাফ রিপোর্ট।। হিন্দুত্ববাদী সুজীব রঞ্জন দাশ কে বিটিসিএল’র (বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড) পরিচালক মনোনীত হয়েছে।
গত ১২ নভেম্বর বিটিসিএলের বোর্ড সভায় তাকে পরিচালক করা হয়। সুজীব রঞ্জন দাশসহ বিটিসিএলের ৭জন পরিচালক রয়েছেন।
বাংলাদেশের সরকারি টেলিফোন সংস্থা ও বাংলাদেশের সর্ববৃহৎ টেলিযোগাযোগ কোম্পানীর পরিচালক মনোনীত হওয়ায় সুজীব রঞ্জন দাশকে অভিনন্দন জানিয়েছে সিলেট-সুনামঞ্জের ব্যবসায়ীরা। পরিচালক মনোনীত হয়ে সুজীব রঞ্জন দাশ বিটিসিএলকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। সরকারি এই সংস্থার সার্বিক উন্নয়নে সে তার অবস্থান থেকে কাজ করবে বলে জানায়।
সুজীব রঞ্জন দাশ এফবিসিসিআইয়ের পরিচালক ও সিআইপি। সে সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দীর্ঘ দিন ধরে দায়িত্ব পালন করছে। সে একজন রপ্তানীকারক হিসেবে কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন হিসেবেও সিআইপি মনোনীত হয়েছে।
বিটিসিএলের পরিচালক মনোনীত হওয়ায় সুজীব রঞ্জন দাশকে অভিনন্দন জানিয়েছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের নেতৃবৃন্দ।
খবর বিভাগঃ
তথ্য ও প্রযুক্তি
হিন্দু সমাচার
Exciting world class learning apps in bd like never before..
ReplyDeletevisit us to the link
https://exampreparation.study