![]() |
স্বদেশবার্তা ডেস্কঃজাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ব্রাহ্মণবাড়িয়ায় হিজড়া জনগোষ্ঠীর একটি বিউটি পার্লার
উদ্বোধন করেছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা পুলিশের সহযোগিতায় শহরের
পুরাতন জেলরোডস্থ পুলিশ ভবন মার্কেটে 'উত্তরণ-৩' নামে ওই বিউটি পার্লারের উদ্বোধন করেন তিনি। হিজড়ারা এ পার্লার পরিচালনা করবেন। বিউটি পার্লার উদ্বোধন শেষে ডেপুটি স্পিকার বলেন, সাধারণ নাগরিক হিসেবে আমরা চাইব সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু
নির্বাচন হোক।
ফজলে রাব্বি মিয়া বলেন, আগামী জাতীয়
সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) উদ্যোগ
নেবে। উদ্বোধনী
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির
চৌধুরী, সংরক্ষিত নারী সাংসদ ফজিলাতুন-নেছা বাপ্পি, পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান,
ব্রাহ্মণবাড়িয়ার
এসপি মিজানুর রহমান, এএসপি ইকবাল হোসেন ও
রেজাউল কবির প্রমুখ।
খবর বিভাগঃ
জেলা সংবাদ
লাইফস্টাইল
0 facebook: