17 January 2018

আপনি কি বিশ্বের শীতলতম দেশ ও তার গ্রামের নাম জানেন?

স্বদেশবার্তা ডেস্কঃ হাঁড় কাপানো নয়, হাড় ভাঙা শীত সেই গ্রামেমাইনাস ৬২ সেলসিয়াসে হাঁড় তো ভাঙবেই, তাই না? এমন তাপমাত্রা রয়েছে সাইবেরিয়ার ছোট্ট একটি গ্রাম য়েমইয়াকোনেএটিই এখন বিশ্বের শীতলতম গ্রাম

এমনই বরফ শীতল ঠাণ্ডা সেই গ্রামে যে মানুষের মুখেও তুষার জমাট বাঁধছেএমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন সেখানের এক বাসিন্দাসূত্র দ্য সান ছবিতে দেখা যায়, ওই নারীর চোখের পাতা ঠাণ্ডায় জমে তুষার বৃত্তে পরিণত হয়েছেচোখের ভ্রু, কপালেও বরফ জমেছে গ্রামটির বাজারে স্থাপন করা ছিল একটি ডিজিটাল থার্মোমিটারতাপমাত্রা ৬২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পর সেটিও ভেঙে যায় জানা গেছে, গ্রামের এক বাসিন্দা ৬৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করেছিলেনএতে সবার ধারণা কর্তৃপক্ষের জানানো তথ্যের সঙ্গে আসল তাপমাত্রার পার্থক্য রয়েছে

বিশ্বের সবচেয়ে শীতল শহর সাইবেরিয়ার কেন্দ্রীয় রাজধানী ইয়াকুটস্কসেখানে কিন্তু মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসেও দিব্যি সব কাজ চলছে


শেয়ার করুন

0 facebook: