17 February 2018

সবার জন্য ফ্রী খাদ্য কর্মসূচির উদ্যোগ লন্ডনের মসজিদে


আন্তর্জাতিক ডেস্কঃ গত পাঁচ বছর ধরে লন্ডনে থাকছেন ইভা তিন বছর ধরে তিনি গৃহহীন। একজন পরিচ্ছন্ন কর্মী হিসেবে তার চাকরি হারানো পর থেকে তিনি এখন রাস্তায় বসবাস করে আসছেন। তিনি একটি কাজের খোঁজে হন্যে হয়ে বেড়াচ্ছেন। লন্ডনের একটি গির্জা থেকে তিনি এরআগে খাবার সংগ্রহ করতেনযেটা এখন প্রায় বন্ধ হয়ে গেছে। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় জার্মানি থেকে আসা ইভাকে উত্তর লন্ডনের দিকে হেঁটে যেতে দেখা যায়সেখান থেকে তিনি উষ্ণ খাবার সংগ্রহ করেনলন্ডনের যারা গৃহহীন, তাদের জন্য এই খাবারটা আসলেই অনেক কিছু

গির্জা থেকে তিনি খাবার ও সামান্য আশ্রয় পাওয়ার আগে বিভিন্ন রেস্তোরাঁ ও ক্যাফেতে তিনি খাবার চেয়ে বেড়াতেনকিন্তু তাদের নীতির কারণে তারা আমাকে খাবার দিতে চাইতো না বলে জানান তিনি।-খবর আনাদুলু সংবাদ সংস্থার গত দুই বছর ধরে ইভা ফিন্সবুরি পার্ক মসজিদ থেকে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় খাবার সংগ্রহ করেনসেখানে তিনি রাতের খাবার খেয়ে অন্য গৃহহীন ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে আলাপ করেনমসজিদ থেকে বিভিন্ন পদের ও বিভিন্ন দেশীয় খাবার দেয়া হয় গৃহহীনদের

২০১৫ সালের আগস্টে ফিন্সবুরি পার্ক মসজিদ সবার জন্য খাদ্য কর্মসূচি চালিয়ে আসছেসেখানে খাবার ছাড়াও অন্য সহযোগিতাও করা হয়মসজিদ থেকে স্থানীয় নানা সুবিধা ও সেবা নিয়ে গৃহহীনদের তথ্য সরবরাহ করা হয়

ফিন্সবুরি পার্ক মসজিদের চেয়ারম্যান মুহম্মদ কোজবার বলেন, সবার জন্য খাদ্য কর্মসূচি একটি ছোট প্রকল্পআমাদের কমিউনিটির সহায়তায় এটা আমরা চালু করেছিসবারই উচিত এ ধরনের সহযোগিতায় এগিয়ে আসাখ্রিস্টান সম্প্রদায়ের ভেতরেও আমাদের অংশিদার আছেতারা আমাদের এই প্রকল্পটি চালু করতে সহায়তা করেছে তিনি বলেন, এটা সবার জন্য উন্মুক্তযে কেউ এখান থেকে সেবা নিতে পারেনধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে আমরা খাবার দেয়ার চেষ্টা করিবেকার ও গৃহহীনদের আমরা অন্যান্য সহযোগিতা দেয়ারও চেষ্টা করছি


শেয়ার করুন

0 facebook: