19 February 2018

বিশ্বের সর্বোচ্চ হোটেল চালু হয়েছে আরব আমিরাতের দুবাই শহরে


আন্তর্জাতিক ডেস্কঃ উচ্চতা ৩৫৬ মিটার বা ১১৬৮ ফুট। আকাশচুম্বী ভবনের শহর দুবাইয়ে পর্যটকদের জন্য স্থাপিত হল বিশ্বের উচ্চতম হোটেলউচ্চতার দিক দিয়ে হোটেল জেডব্লিউ ম্যারিয়ন মারকুইসকে পেছনে ফেলে বর্তমানে এটি শীর্ষস্থানে চলে এসেছেশুক্রবার আনুষ্ঠানিকভাবে ভবনটি উদ্বোধন করা হয়

৩৫৫ মিটার উচ্চতার মারকুইস থেকে এর উচ্চতা মাত্র এক মিটার বেশি অর্থাৎ ৩৫৬ মিটার৭৫ তলাবিশিষ্ট হোটেলটি লন্ডনের বিগ বেনের চেয়ে তিন গুণ এবং প্যারিসের আইফেল টাওয়ারের চেয়ে ৫৬ মিটার বেশি উঁচুবর্তমানে এটি গিনেস বুক অব ওয়ার্ল্ডের পাতায় সর্বোচ্চের খেতাবটি দখল করে নিয়েছে

জিভোরা হোটেলের অতিথিদের জন্য প্রবেশদ্বারটি স্বর্ণ দিয়ে মোড়ানোহোটেলের সাজসজ্জা থেকে শুরু করে সবকিছুই বিলাসবহুলসর্বোচ্চ এই হোটেলটির ছাদে রয়েছে ঘূর্ণায়মান রেস্তোরাঁএখানে বসে চারদিক থেকে দুবাই শহর দেখা যাবেদুবাইয়ের শেখ জায়েদ রোডে অবস্থিত হোটেলটিতে অতিথিদের জন্য ৫২৮টি কক্ষ ও সুইটস এবং চারটি রেস্তোরাঁ রয়েছেএছাড়া এ ভবনে রয়েছে ছয়টি লিফট ও তিন হাজার ৮৫৯টি সিঁড়ি


শেয়ার করুন

0 facebook: