আন্তর্জাতিক ডেস্ক।। থাইল্যান্ডের
মুসলিম প্রধান ইয়ালা প্রদেশে গুলিতে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৫ সদস্য নিহত হয়েছে।
এ সময় আহত হয় চার গ্রামবাসী। গত মধ্যরাতে প্রদেশের একটি নিরাপত্তা চৌকিতে এ ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী
আন্দোলনের সঙ্গে জড়িত অস্ত্রধারীরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ পর্যন্ত
এই হামলার দায় কেউ স্বীকার করেনি।
থাই
কর্তৃপক্ষ এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বন্দুক হামলা বলে উল্লেখ করেছে। দেশটির
আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা কর্নেল প্রামোতে প্রম-ইন বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডে
এটি সবচেয়ে বড় হামলা। এটি বিচ্ছিন্নতাবাদীদের হামলা বলে মনে হচ্ছে। ’
থাইল্যান্ডের
দক্ষিণাঞ্চলের মুসলিমপ্রধান তিনটি প্রদেশ ইয়ালা, পাতানি ও নারাথিওয়াতে গত কয়েক বছর
ধরেই অসন্তোষ বিরাজ করছে। তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ রয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: