সিলেট প্রতিনিধিঃ বুধবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটের সময় সিলেট নগরীর মেন্দিবাগস্থ গার্ডেন টাওয়ারে অগ্নিকাণ্ডের খবর
পাওয়া গেছে।
পরে সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রল রুমে যোগাযোগ করা হয়। এ সময় ডিউটি অফিসার জানান, বড় ধরনের কোন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। সেই ভবনে ধোয়া দেখা যাচ্ছে। এমন খবরের
ভিত্তিতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গেছে।
তবে এখনো কাজ শুরু হয়নি বলে বলে জানান ডিউটি অফিসার।
এদিকে রাত ২টা ৪১ মিনিটে ঘটনাস্থল থেকে সাংবাদিক হাসান জানান, হঠাৎ করে ভবনের ৩য় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় ভবনের বাসিন্দারে মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায় বলেও
জানান তিনি।
খবর বিভাগঃ
দুর্ঘটনা
বিভাগীয় সংবাদ
সিলেট বিভাগ
0 facebook: