22 February 2018

বিয়ের রাতের কাঁচা মেহেদী হাতে সকালে পরিক্ষায় হলে


আন্তর্জাতিক ডেস্কঃ রাতের সানাইয়ের রেশ তখনও পড়শিদের কানে। হাত থেকে মেহেদির দাগ উঠেনি। ওঠার কথাও নয়। বিয়ের পিঁড়িতে বসার ২৪ ঘণ্টাও পার হয়নি। সকাল হতে না হতেই পরীক্ষার হলে পৌঁছে গেলেন তরুণীমাথায় ঘোমটা টেনেই বসলেন দ্বাদশ শ্রেণির পরীক্ষায়নববিবাহিত এই তরুণীর মানসিক দৃঢ়তায় সরগরম সোশ্যাল মিডিয়া

জানা গেছে, উত্তরপ্রদেশের ওই তরুণীর নাম স্বপ্নাসোমবার রাতে তার বিয়ে হয়বাড়ির সকলের মত নিয়েই আনুষ্ঠানিক বিয়েবিয়েতে আপত্তি ছিল না তরুণীরতবে মনে মনে পণ করেছিলেন, বিয়ের পরও পড়াশোনা চালিয়ে যাবেনঘটনাচক্রে বিয়ের পরদিনই ছিল পরীক্ষারাতে বিয়ের পর সকালে পরীক্ষার হলে আদৌ পৌঁছাতে পারবেন কিনা, তা নিয়ে খানিকটা সন্দেহ ছিলইতবে মনের জোর হারাননিভালোই ভালোই বিয়ের অনুষ্ঠান শেষ হয়

আত্মীয়-স্বজনরাও ফিরে যানএরপরই মায়ের কাছে পরীক্ষা দেওয়ার কথা বলেন ওই তরুণীআপত্তি করেননি অভিভাবকরাতবে শ্বশুরবাড়ির সদস্যরা এতে রাজি হবেন কিনা, তাও একটা বড় বিষয় ছিলবিশেষত বিয়ের পরদিনই অনুমতি না মিললে একটা বছর নষ্ট হত স্বপ্নারতরুণীর অভিভাবকরাই মেয়ের ইচ্ছের কথা জানান তাদেরতারাও অমত করেননিফলে পরীক্ষা দেওয়ার পথে আর কোনও বাধা ছিল নাসকালে বিবাহের পরবর্তী অনুষ্ঠান শেষ করেই পরীক্ষার হলের উদ্দেশে রওনা দেন স্বপ্না

নিজের স্বপ্নপূরণের কথা জানিয়ে স্বপ্না বলেন, তিনি বরাবরই পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছেনবিয়ে ঠিক হয়েছে পরিবারের ইচ্ছে অনুযায়ীতাতে কোনও আপত্তি নেই স্বপ্নারতিনি চেয়েছিলেন, বিয়ের পরও পড়া চালিয়ে যেতেদুই বাড়ির সদস্যরাই যে তাতে রাজি হয়েছেন, এতেই খুশি স্বপ্নাখুশি তার শিক্ষিকা ও সহাপাঠীরাওতার জেদ যেন নারী শিক্ষার পথ দেখাচ্ছে গোটা দেশের তরুণীদেরই


শেয়ার করুন

0 facebook: