01 February 2018

অর্ধশতাধিক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি প্রধান শিক্ষকের প্রতারণায়


স্বদেশবার্তা ডেস্কঃ অর্ধশতাধিক এসএসসি পরীক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দিতে পারেনি ময়মনসিংহের গফরগাঁওয়ে রৌহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আহমেদের প্রতারণার ফাঁদে পড়ে

বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সকালে ১৪৪ ধারা ভঙ্গ করে থানা ঘেরাও, পরীক্ষা কেন্দ্রের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেতবে প্রধান শিক্ষক মারুফ আহমেদ বুধবার রাত থেকে পলাতক রয়েছে

জানা যায়, গফরগাঁওয়ের রৌহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আহমেদ উথুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৬ জন সহ বিভিন্ন বিদ্যালয়ের অর্ধশতাধিক চলতি এসএসসি পরীক্ষার্থীর ফরম ফিলাপ করায় তার বিদ্যালয় থেকেফরম ফিলাপ বাবদ প্রতি শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া হয় ২ হাজার ৫০০ টাকা করেকিন্তু উথুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৬জন পরীক্ষার্থীসহ কোন পরীক্ষার্থীর প্রবেশপত্র আসেনি

উথুরী গ্রামের মিম, জান্নাত, শামছুন্নাহার, স্বর্ণা, ধামাইল গ্রামের সজিব, হাজেরা ও ঝুমুর জানায়, উথুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা পপির মাধ্যমে রৌহা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করিকিন্তু আমরা কেউ পরীক্ষার প্রবেশপত্র পাইনিআমরা পরীক্ষা দিতে পারবো কিনা জানিনাকোন শিক্ষককেও খোঁজে পাচ্ছিনাসকলেরই মুঠোফোন বন্ধ রয়েছেআমরা পরীক্ষার্থীরা ইউএনওর কাছে গেলে তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান

উথুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা পপির মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নিরৌহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আহমেদের ফোনটিও বন্ধ পাওয়া যায়

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, প্রতি বছরই ওই প্রধান শিক্ষক এই অপকর্মটা করে থাকেনওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার  জন্য বলা হয়েছেপাশাপাশি থানায় মামলা দায়ের করতে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পরামর্শ দেয়া হয়েছে

উল্লেখ্য, গত ২০১১ সাল থেকে প্রতি বছর এসএসসি পরীক্ষার সময় জামায়াত নেতা রৌহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আহমেদ এই রকম অপকর্ম করলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয় না


শেয়ার করুন

0 facebook: