স্বদেশবার্তা ডেস্কঃ হিজড়াদের চাঁদাবাজিতে অস্থির প্রায় গোটা দেশ। দিন দিন তা বেডেই চলেছে। তারা আজকাল টাকা চাইলে তা দিতে অসম্মতি প্রকাশ করলে শুরু হয় নানা রকম নির্যাতন। অনেক সময় মানসম্মানের ভয়ে অনেকে টাকা দিয়ে দেয়। আর যারা দেয় না তাদের হেনস্থা করে ছাড়া হয়। কিন্তু এবার তারা অপরাধের মাত্রা ছাড়িয়ে গেছে।
তৃতীয় লিঙ্গের এই মানুষদের জন্য সমাজ এবং সরকার থেকে নানা পদক্ষেপ নেওয়া হলেও তা কোন কাজেই আসছেনা। তাদেরকে যেন অবহেলিত ভাবা না হয়, সেজন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হলেও তারা হয়ে উঠেছে বেপরোয়া। তারা যেন থামতেই চায়না। বাসাবাড়িতে গিয়ে টাকা চাওয়া, রাস্তা-ঘাট, দোকানপাট থেকে জোর করে টাকা আদায় করা যেন তাদের নিত্য দিনের কাজ হয়ে দাঁড়িয়েছে।
যাত্রাবাড়ীর একটি এলাকায় টাকা না দেয়ায় হিজড়ারা ১৫ দিনের এক শিশুকে পানিতে চুবিয়ে হত্যা করেছে। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে যাত্রাবাড়ীর শনিআখড়ার শেখদী এলাকায়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ হলে সমালোচনার ঝড় উঠে। সবাই এই ঘটনায় অভিযুক্ত হিজড়াদের শাস্তি দাবি করছেন।
জানা গেছে, গত বুধবার দুপুরে আনুমানিক প্রায় একটার দিকে যখন কেউ বাসায় ছিলোনা তখন হিজড়ারা বাসায় আসে এবং তারা টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দেওয়ায় শিশুটির বাক প্রতিবন্ধী মাকে বেঁধে তার ১৫ দিনের শিশুকে টয়লেটের বালতিতে উপুড় করে ফেলে তালা মেরে চলে যায়। প্রায় ১০ মিনিট পর তালা ভেঙ্গে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে।
0 facebook: