উত্তর লন্ডনের সেই মুসল্লিদের ভিড়ে ভ্যান গাড়ি উঠিয়ে বাংলাদেশীকে হত্যার দায়ে ঐ ব্রিটিশ নাগরিককে ৪৩ বছর কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। অভিযুক্ত ড্যারেন ওসবোর্ন (৪৮) উত্তর লন্ডনের কার্ডিফের বাসিন্দা। খবর বিবিসি।
শুক্রবার রায় ঘোষণার সময় বিচারক চিমা ক্রুব বলেন, ওসবোর্ন আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিলেন এবং তিনি আশা করেছিলেন তাকে গুলি করে হত্যা করা হবে। এসময় অভিযুক্তকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এটা একটা সন্ত্রাসী হামলা ছিল; তুমি মানুষকে হত্যা করতে চেয়েছিলে।’
অন্যদিকে দোষী সাব্যস্ত হওয়ার পর চার সন্তানের জনক ওসবোর্ন বলেন, ‘ঈশ্বর তোমাদের সবার মঙ্গল করুন, ধন্যবাদ।’ অন্যদিকে আদালতে মকর আলীর মেয়ে রোজিনা আক্তার বলেন, আমার বাবা সন্ত্রাসবাদের শিকার। তিনি একজন নিষ্পাপ মানুষ ছিলেন। তাকে এরকম একটি সহিংসতায় জীবন দিতে হবে এটা কখনো কল্পনাই করিনি। এটা অত্যন্ত বেদনাদায়ক। তিনি ছিলেন অত্যন্ত সাধারণ ও শান্তি প্রিয় মানুষ। তার মনে কোনো খারাপ চিন্তা কিংবা কারো উপর কোনো রাগ ছিল না।
অন্যদিকে হামলা চালানো পর ভ্যান গাড়ি থেকে পুলিশ ওসবোর্নের লেখা একটি চিঠি উদ্ধার করে। যেখানে তিনি মুসলিমদের বিদ্বেষ করে অনেক কথা লেখেন। চিঠিতে তিনি মুসলিমদের ধর্ষক ও বন্য বলে অভিহিত করেছেন। চিঠিতে তিনি আরও লিখেছিলেন, ‘মুসলমানরা আমাদের সন্তানদের কষ্ট দেয়’।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: