03 February 2018

বাংলাদেশী হত্যায় লন্ডনে ব্রিটিশ নাগরিকের ৪৩ বছরের কারাদন্ড


আন্তর্জাতিক ডেস্কঃ  গত বছর ১৯ জুন লন্ডনের সেভেন সিস্টার্স সড়কের ফিন্সবুরি পার্ক মসজিদের কাছে তারাবির নামাজ পড়ে রাত সাড়ে ১২টার বের হওয়ার সময় মুসল্লিদের ভিড়ে ভ্যান গাড়ি উঠিয়ে দেন ওসবোর্ন। এ ঘটনায় ৫১ বছর বয়সী মকরম আলী নামে এক বাংলাদেশী নিহত হন। এছাড়া আহত হন আরও ১২জন মুসল্লি

উত্তর লন্ডনের সেই মুসল্লিদের ভিড়ে ভ্যান গাড়ি উঠিয়ে বাংলাদেশীকে হত্যার দায়ে ঐ ব্রিটিশ নাগরিককে ৪৩ বছর কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালতঅভিযুক্ত ড্যারেন ওসবোর্ন (৪৮) উত্তর লন্ডনের কার্ডিফের বাসিন্দাখবর বিবিসি

শুক্রবার রায় ঘোষণার সময় বিচারক চিমা ক্রুব বলেন, ওসবোর্ন আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিলেন এবং তিনি আশা করেছিলেন তাকে গুলি করে হত্যা করা হবেএসময় অভিযুক্তকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এটা একটা সন্ত্রাসী হামলা ছিল; তুমি মানুষকে হত্যা করতে চেয়েছিলে

অন্যদিকে দোষী সাব্যস্ত হওয়ার পর চার সন্তানের জনক ওসবোর্ন বলেন, ‘ঈশ্বর তোমাদের সবার মঙ্গল করুন, ধন্যবাদঅন্যদিকে আদালতে মকর আলীর মেয়ে রোজিনা আক্তার বলেন, আমার বাবা সন্ত্রাসবাদের শিকারতিনি একজন নিষ্পাপ মানুষ ছিলেনতাকে এরকম একটি সহিংসতায় জীবন দিতে হবে এটা কখনো কল্পনাই করিনিএটা অত্যন্ত বেদনাদায়কতিনি ছিলেন অত্যন্ত সাধারণ ও শান্তি প্রিয় মানুষতার মনে কোনো খারাপ চিন্তা কিংবা কারো উপর কোনো রাগ ছিল না

অন্যদিকে হামলা চালানো পর ভ্যান গাড়ি থেকে পুলিশ ওসবোর্নের লেখা একটি চিঠি উদ্ধার করেযেখানে তিনি মুসলিমদের বিদ্বেষ করে অনেক কথা লেখেনচিঠিতে তিনি মুসলিমদের ধর্ষক ও বন্য বলে অভিহিত করেছেনচিঠিতে তিনি আরও লিখেছিলেন, ‘মুসলমানরা আমাদের সন্তানদের কষ্ট দেয়


শেয়ার করুন

0 facebook: