আন্তর্জাতিক ডেস্কঃ শনিবার কুর্দি গেরিলাদের হামলায় সিরিয়ার উত্তরাঞ্চলীয়
আফরিনে তুরস্কের ৭ সেনা নিহত হয়েছেন। অভিযান শুরুর পর থেকে এটিই
তাদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী দিন বলে মনে করা হচ্ছে। খবর বিবিসি অনলাইন।
আফরিনের উত্তর-পূর্ব এলাকা
শেখ হারুজে কুর্দি ওয়াইপিজি গেরিলারা তুরস্কের ট্যাংকবহরে হামলা চালালে সেখানে
পাঁচ তুর্কি সেনা নিহত হন। এ ছাড়া আফরিন ও সীমান্তের
তুরস্কের অংশে চালানো অপর দুটি হামলায় আরও দুই তুর্কি সেনা নিহত হন। এ নিয়ে তুরস্কের শুরু করা
অপারেশন অলিভ ব্রাঞ্চে সব মিলিয়ে ১৪ তুর্কি সেনার জীবন গেল।
আফরিন থেকে কুর্দি ওয়াইপিজি
গেরিলাদের নির্মূল করতে গত ২০ জানুয়ারি থেকে আঙ্কারা অভিযানটি শুরু করে। দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেন, এ হামলায় দ্বিগুণেরও বেশি মূল্য দিতে হবে তুর্কি
গেরিলাদের। যুক্তরাষ্ট্র সমর্থিত ওয়াইপিজিকে তুরস্ক সন্ত্রাসী
গোষ্ঠী হিসেবেই দেখে থাকে। এরা তিন দশক ধরে দক্ষিণ-পূর্ব তুরস্কে স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের দাবিতে
লড়াই করা নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বর্ধিত অংশ বলে
দাবি আঙ্কারার।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: