05 February 2018

ফরিদপুরের প্রশ্ন ফাঁসের অভিযোগে, ৪ শিক্ষক আটক


স্বদেশবার্তা ডেস্কঃ এসএসসির পরীক্ষার প্রশ্নফাঁসের চেষ্টার অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়  চার শিক্ষককে আটক করা হয়েছে

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বোয়ালমারী জর্জ একাডেমি কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়। 

আটককৃত শিক্ষকরা হলেন- ব্লাবন ঘোষ, রইচ উদ্দিন, সালমান মাহমুদ ও শাহিন ফকির

ওই কেন্দ্রে হল সচিব ও জর্জ একাডেমির প্রধান শিক্ষক এম এ আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, পরীক্ষা শুরুর পরপরই চারজন শিক্ষক পরীক্ষার কক্ষে না গিয়ে শিক্ষকদের রুমে বসে প্রশ্ন কেন্দ্রের বাইরে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলো

এ সময় কেন্দ্র পরিদর্শক সুদীপ বিশ্বাস বিষয়টি বুঝতে পেরে তাদের জিজ্ঞাসাবাদ করেনজিজ্ঞাসাবাদে তাদের কাছে দু'টি প্রশ্নে কপি ও হাতে লেখা প্রশ্নে উত্তরপত্র পাওয়া যায়

এ বিষয়ে বোয়ালমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আরা পলি জানান, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহম্মদ মিজানুর রহমান জানান, প্রশ্নফাঁসের অভিযোগে চার শিক্ষককে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছেমামালা রুজুর পরেই তাদের আদালতে পাঠানো হবে


শেয়ার করুন

0 facebook: