02 March 2018

জীবিত ভেবে মায়ের লাশের সঙ্গে ৩০ বছর বসবাস


আন্তর্জাতিক ডেস্কঃ ঘরটি আবর্জনা পরিপূর্ণএরই মাঝখানে একটি জরাজীর্ণ খাটখাটে শুইয়ে রাখা হয়েছে সাদা পোশাকে মোড়ানো একটি কঙ্কালকেকঙ্কালের মাথার সামনে বিভিন্ন ধর্মীয় প্রতীক সাজানোকঙ্কালটির পায়ে আছে নীল রঙের জুতা আর সবুজ জুতাবর্ণনা শুনে ভাবছেন কোন হরর সিনেমার শুটিংস্পটে চলে আসলেন? না এটা বাস্তবঠিক এরকম একটি ঘটনাই ঘটেছে ইউক্রেনের মেকোলাইভ শহরেজীবিত ভেবে নিজের মায়ের লাশকে নিজের সাথে রেখে একই বাসায় বসবাস করছিলেন ৭৭ বছর বয়স্ক এক ইউক্রেনিয়ান নারীখবর ডেইলিমেইল ইউকে

৭৭ বছর বয়স্ক ওই নারী পেনশনের টাকায় জীবনযাপন করতেনপ্রতিবেশীদের সাথে আলাপকালে জানা যায়, বয়স্ক ওই নারী একাই থাকতেনকারও সঙ্গে মিশতেন নানিজের ঘরের সামনের দরজাও পুরোপুরি খুলতেন না কখনওযা পেনশন পেতেন তা দিয়েই চলতেনপ্রতিবেশীরা কখনও কখনও দয়া করে তার দরজার সামনে খাবার রেখে যেতকয়েক বছর আগে ওই বৃদ্ধার পা দুটি প্যারালাইজড হয়ে যায়এরপর থেকে হুইল চেয়ারেই চলাফেরা করতেন তিনি

কিন্তু কয়েক দিন আগে সে শক্তিটুকুও হারানদরজা খুলতে না দেখে প্রতিবেশীরা আশঙ্কা করেন খারাপ কিছু ঘটেছে কিনাএরকম আশঙ্কা থেকে ইউক্রেনের মেকোলাইভ শহরের পুলিশের কাছ ফোন করেছিলেন প্রতিবেশীরাপুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা খোলার পর দেখতে পান মেঝেতে পড়ে আছেন ৭৭ বছর বয়সী একজন বৃদ্ধা

আর পাশের ঘরে শায়িত অবস্থায় আছে একটি কঙ্কালএটির চারপাশে ধর্মীয় মূর্তি রাখা ছিলপুরো বাড়ি ছিল আবর্জনায় ভর্তিসঙ্গে অনেক খবরের কাগজও রাখা ছিল পুলিশ যখন ওই বৃদ্ধাকে উদ্ধার করে তখন তিনি অনেক অসুস্থ ছিলেনপরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়


বৃদ্ধা পরে পুলিশকে জানান, কঙ্কালটি তার মায়ের৩০ বছর আগে যার মৃত্যু হয়েছেমায়ের ৩০ বছর আগে মৃত্যু হলেও তিনি বিশ্বাস করেন এখনও বেঁচে আছেন তার মা


শেয়ার করুন

0 facebook: