02 March 2018

৬৪টি হজ্জ এজেন্সির লাইসেন্স বাতিল


স্বদেশবার্তা ডেস্কঃ ২০১৭ সালের হজ্জের সময় হাজিদের প্রতি দায়িত্বে চরম অবহেলা ও অনিয়মের অভিযোগে ৬৪ এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছেএছাড়াও ১৭ এজেন্সির লাইসেন্স স্থগিত ও ৪৯ টিকে জরিমানা করা হয়েছেবললেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান

এদিকে চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ্জে যেতে যারা প্রাক-নিবন্ধন করেছেন তাদের নিবন্ধনের জন্য ১১ দিন সময় বেধে দিয়েছে সরকারআগামী ১ থেকে ১১ মার্চ পর্যন্ত এই নিবন্ধন করতে হবেধর্মমন্ত্রী জানান, এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে যাবেনএর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ৭ হাজার ১৯৮ জন, বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার জননির্দিষ্ট আকার ও জাতীয় পতাকাখচিত পলিব্যাগ ও কিটব্যাগ হজযাত্রীদের নিজ নিজ ব্যবস্থাপনায় কিনতে হবে

এসময় জানানো হয়, নিবন্ধন ছাড়া কোনও হজযাত্রীকে প্রতিস্থাপন করা যাবে নাএছাড়া, হজযাত্রীদের কোনো ধরনের পুলিশ ভেরিফিকেশনও লাগবে না ব্রিফিংয়ে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ আছেপ্যাকেজ ১-এর জন্য দিতে হবে তিন লাখ ৯৭ হাজার ৯২৯ টাকাআর প্যাকেজ ২-এর জন্য লাগবে তিন লাখ ৩১ হাজার ৩৫৯ টাকাএর মধ্যে বিমান ভাড়া এক লাখ ৩৮ হাজার ১৯১ টাকা

এদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজে বিমান ভাড়া হবে এক লাখ ৬৮ হাজার ২৭৭ টাকাএর সঙ্গে বাড়ি ভাড়াসহ অন্যান্য যাবতীয় ব্যয় হজ এজেন্সিগুলো যেভাবে সার্ভিস দেবে সেভাবে সমন্বয় করে যুক্ত করবে


শেয়ার করুন

0 facebook: