![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ‘ভরাডুবির’ আভাস পেয়ে অপরাজনীতির পথ বেছে নিয়েছে বিএনপি। তারা সারা দেশ থেকে চিহ্নিত সন্ত্রাসীদের সেখানে জড়ো করেছে।
আজ বুধবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নানক। জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আগুনে মানুষ পুড়িয়ে হত্যাসহ নাশকতা মামলার দাগী অপরাধীদের সারা দেশ থেকে গাজীপুরে জড়ো করছে বিএনপি। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সার্থে অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘গাজীপুরে বিএনপির মেয়র নির্বাচিত হয়ে জায়গাটিকে বিএনপির রাজনীতির কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হিসেবে ব্যবহার করেছে। ওই এলাকার মানুষ সেবা পায় নাই। তাই গাজীপুরের জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’
নানক বলেন, ‘আমরা বিশ্বাস করি, আগামী সিটি নির্বাচনে বিএনপি তাদের নিশ্চিত ভরাডুবির আভাস পেয়ে তারা অপরাজনীতির পথ বেছে নিয়েছে। আমরা এই অপরাজনীতির তীব্র নিন্দা জানাই।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
0 facebook: